তথ্যপ্রযুক্তি সংস্থাকে চিন জাপানের উপর নির্ভরশীল না হতে বলছে সরকার

ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে চিন জাপান কোরিয়ার মতো অ ইংরেজি ভাষার দেশগুলির উপর পরিষেবা বিক্রির জন্য নির্ভরশীল না হতে বলছে সরকার ৷ বরং ইউরোপ কানাডা অস্ট্রেলিয়ার বাজারে কতটা সুযোগ রয়েছে তা খতিয়ে দেখা উচিত৷

কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এমনটাই জানিয়েছেন৷ এজন্য তিনি তথ্য প্রযুক্তি সংস্থার সংগঠন ন্যাসকম এবং বিভিন্ন বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থার কর্তাদের অনুরোধ করেছেন, চিন এবং পূর্ব এশিয়ায় দেশগুলিতে যে অ-শুল্ক বাধা রয়েছে সেই তথ্য জানাতে৷

পীযূষ গোয়েল টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইসিএলটেক,এনআইআইটি, টেক মহিন্দ্রা, সত্যম ভেঞ্চার ইঞ্জিনিয়ারিং, ইনভেনটরি রবোটিকস সিনিয়র ম্যানেজারদের সঙ্গে বৈঠক করেন৷ যেখানে সার্ভিসের এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এর ডিজি সঙ্গীতা গোদবলে এবং ন্যাসকমের প্রেসিডেন্ট দেবযানী ঘোষও হাজির ছিলেন ৷ ওই বৈঠকের উদ্দেশ্য হল ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থার নরডিক দেশগুলি, পূর্ব ও মধ্য ইউরোপ , কানাডা, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার ব্যবসার সুযোগের ব্যাপারে আলোচনা করা৷

পীযূষ গোয়েল তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের কাছে জানতে চান পূর্ব এশিয়া চিন, জাপান, কোরিয়ায় বাজার কতটা বাড়ছে কিন্তু পাশাপাশি আর্জি জানান অন্য বাজারের দিকে নজর দিতে শুধুমাত্র অ-ইংরেজি ভাষা ব্যবহারকারী দেশের উপর নির্ভরশীল না থেকে ৷ পীযূষ গোয়েল আশ্বাস দিয়েছেন, ভারত সরকার সব রকম সহায়তা করবে ভারতের এই সব সংস্থাগুলিকে যাতে তারা সুবিধা পায়৷

তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, ভারতের লগ্নি এবং ব্যবসা তেমন ভাবে চিনে বাড়ছে না কারণ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এবং অ-শুল্ক জনিত বাধা থাকায়৷ তাঁরা আরও বলেন, টিসিএস, উইপ্রো,ইনফোসিস,টেক মহিন্দ্রা এবং এইচসিএল মতো সংস্থা চিনে ব্যবসা করছে এক দশকেরও বেশি এবং সেখানে ৯০ শতাংশ স্থানীয়দের নিয়োগ করা হয়েছে কিন্তু সেখান থেকে আয় সামান্যই হয়েছে৷ ফলে তথ্য প্রযুক্তি সংস্থাগুলির তেমন আগ্রহ নেই চিনে কাজের সম্প্রসারণে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.