1/2ইউনেসকোর স্বীকৃতি পেল দুর্গাপুজো। কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিল ইউনেসকো। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) 2/2বুধবার বিকেলে ইউনেসকোর তরফে জানানো হয়, কলকাতার দুর্গাপুজোকে ইনট্যানজিবেল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় যুক্ত করা হল। 2021-12-15