সোমবার কাশীতে ৫ লাখ বর্গফুটের কাশী বিশ্বনাথ করিডরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বহু সুলতান এসেছে, চলেও গিয়েছে। কিন্তু কাশী সেই জায়গাতেই রয়েছে।’
আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য রাজনীতির হাওয়া কিছুটা উত্তপ্ত করে দেন নমো। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘কাশীতে হামলা চালিয়েছে বিদেশিরা। এই শহরকে ধ্বংস করার চেষ্টা করেছে। আওরঙ্গজেবের অত্যাচারের সাক্ষী রয়েছে ইতিহাস। তরোয়ালের আঘাতে তিনি সভ্যতা ধ্বংসের চেষ্টা করেছিলেন। ধর্মীয উন্মাদনা দিয়ে তিনি সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের দেশের মাটি দুনিয়ার অন্য়ান্য এলাকার থেকে একেবারেই আলাদা। এখানে যদি কোনও আওরঙ্গজেবের উত্থান হয় তাহলে একজন শিবাজীরও আবির্ভাব হয়। কোনও সুলতান মাসুদ উঠে আসে তা হলে তাকে মানুষের একতার শক্তি কী হতে পারে তা তাকে বুঝিয়ে দেন একজন রাজা সহলদেব।’
কাশী বিশ্বনাথ করিডরকে প্রধানমন্ত্রী স্বপ্নের প্রকল্প বলে মনে করা হয়। সেই প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন হল আজ। ২০১৯ সালে এই প্রকল্পের সূচনা করেন মোদী। এটির মোট আয়তন ৫ লাখ বর্গফুট। প্রধানমন্ত্রী এদিন বলেন, কাশী বিশ্বনাথ ধাম হল সনাতন সংস্কৃতির একটি স্মারক। আগে যেখানে মন্দির চত্ত্বরের আয়তন ছিল ৩০০০ বর্গফুট। সেখানে তা বেড়ে হবে ৫ লাখ বর্গফুট। প্রধানমন্ত্রী এনিয়ে আজ বলেন, কাশী বিশ্বনাথ ধাম এখন নতুন রূপে সকলের সামনে এল। এক সময় কাশীর নোংরা, সরু গলি নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন গান্ধীজি। এবার সেই খেদ দূর হল।