মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে তাঁদের দু’জনের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল তাঁকে।
আজ শান্তিপুরের একটি শিব মন্দিরে পুজো দিতে আসেন জয়প্রকাশবাবু। পুজো দেওয়া হয়ে গেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। মন্তব্য করে বলেন, “মমতা-মোদীর সঙ্গে কোনও রাজনৈতিক আঁতাত নেই। সর্ব ভারতীয় রাজনীতিতে রাহুল গান্ধীকে সরিয়ে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে ধরা যায় সেই পরিকল্পনাই চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
সম্প্রতি গোয়াবাসী জন্য় এক বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। ক্ষমতায় এলে প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল। গৃহলক্ষ্মী নামে সেই স্কিমের কথা বলা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। আর এই ঘোষণার পরই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী দলগুলি। জয়প্রকাশ মজুমদার বলেন, “বাংলার হাজার লক্ষ মা হল সৎ মা। তাঁদের জন্য ৫০০ টাকা। আর গোয়ায় নতুন গিয়েছেন। সেই কারণে গোয়ায় নতুন মায়েদের জন্য ৫০০০ টাকা করে দেওয়া হবে। এই দ্বিচারিতা না হলেই ভালো হত। আমাদের কাছে বাংলা মা তাঁরাই শ্রেষ্ঠ মা।বাংলার মুখ আমাদের কাছে শ্রেষ্ঠ মুখ। তাই বাংলার মায়েদের যখন অপমান হয় ছুঁড়ে দেওয়া ৫০০ টাকা তখন বাংলা কাঁদে, আমরা কাঁদি। আমরা বলি আপনি বাংলার মায়েদের আর অপমান করবেন না।”
আজ দেশজুড়ে দিব্য কাশী, ভব্য কাশী’-র কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীতে নবনির্মিত কাশী বিশ্বনাথ ধামের করিডোর উদ্বোধন করবেন। দিনটিকে স্মরণীয় রাখতে রাজ্যে-রাজ্যে আজ শিব সাধনা করছে বিজেপি। বাদ পড়েনি পশ্চিমবঙ্গও। সেই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখেই নদিয়ার একটি শিবমন্দিরে অনুষ্ঠানের আয়োজন করে তারা।