উত্তর-পূর্ব ভারত থেকে পুরীগামী বিশেষ ট্রেন চালু করল ভারতীয় রেল। রবিবার (১২ ডিসেম্বর) থেকে সেই বিশেষ ট্রেন চালু হয়েছে। তা নিউ জলপাইগুড়ি, মালদহ, বর্ধমানের মতো স্টেশনের উপর দিয়ে যাবে। আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্রেন চলবে।
১) ০৫৯৭০ নিউ তিনসুকিয়া-পুরী স্পেশাল: নয়া বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত ট্রেন চলবে। প্রতি সপ্তাহে রবিবার রাত ১০ টা ৩০ মিনিটে নিউ তিনসুকিয়া থেকে ট্রেন ছাড়বে। তা তৃতীয় দিন সকাল ১১ টায় পুরীতে পৌঁছাবে। নিউ জলপাইগুড়িতে দাঁড়াবে সোমবার দুপুর ২ টো ৫৫ মিনিটে। ছাড়বে ২৫ মিনিট পর। বর্ধমানে পৌঁছাবে মঙ্গলবার (ইংরেজি মতে) রাত ১২ টা ১৯ মিনিটে। সেখানে দু’মিনিটের স্টপেজ দেওয়া হবে।ট্রেন্ডিং স্টোরিজ
২) ০৫৯৬৯ পুরী-নিউ তিনসুকিয়া স্পেশাল: বুধবার থেকে যাত্রা শুরু হবে। প্রতি বুধবার সকাল ৫ টায় পুরী থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে সেদিন দুপুর ৩ টে ৩০ মিনিটে। দু’মিনিট দাঁড়াবে। নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে বৃহস্পতিবার (ইংরেজি মতে) রাত ১২ টা ৫ মিনিটে। ১২ টা ৩০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। নিউ তিনসুকিয়ায় পৌঁছাবে বৃহস্পতিবার বিকেল ৪ টে ৪৫ মিনিটে।
কোন কোন স্টেশনে দাঁড়াবে?
ধেমানজি, রঙ্গপাড়া উত্তর, রঙ্গিয়া, ডিব্রুগড়, উত্তর লখিমপুর, হারমূতি, বিশ্বনাথ চরিয়ালি, নিউ মিসামারি, উদলগুরি, ত্যাংলা, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদহ টাউন, রামপুরহাট, বর্ধমান, ডানকুনি, ভট্টনগর, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝাড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা জংশন।