করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ল ভারতে৷ এবার অন্ধঅরপ্রদেশ ও চণ্ডীগড়েও ওমিক্রনের থাবা পড়েছে৷ জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে ওমিক্রন আক্রান্ত ব্যক্তি ভারতে এসেছেন আয়ারল্যান্ড থেকে৷ ওদিকে চণ্ডীগড়ে ওমিক্রন আক্রান্ত ব্যক্তি এসেছেন ইতালি থেকে৷ এদিকে কর্ণাটকেও নতুন করে একজন ওমিক্রন আক্রান্ত হয়েছেন৷ এর জেরে দেশে মোট ৩৬ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে৷
অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, ওমিক্রন আক্রান্ত ব্যক্তি আইরিশ পর্যটক৷ তিনি মুম্বই হয়ে অন্ধ্রপ্রদেশে আসেন৷ মুম্বইতে তাঁর নমুনা পরীক্ষা করা হলে তার ফল কোভিড নেগেটিভ আসে৷ এরপর বিশাখাপত্তনম যাওয়ার অনুমতি পান সেই আইরিশ পর্যটক৷ পরে বিজয়নগড়মে দ্বিতীয়বার আরটিপিসিআর করা হলে ওই পর্যটকের ফল কোভিড পজিটিভ আসে৷ পরে তাঁর লালারসের নমুনা হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার এন্ড মলিকিউলার বায়োলজিতে পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য৷ তাতেই দেখা যায় তিনি ওমিক্রন আক্রান্ত৷ তবে তাঁর কোনও উপসর্গ ছিল না৷ ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে ইতালি থেকে আসা ২০ বছর বয়সী এক যুবক চণ্ডীগড়ে ওমিক্রন আক্রান্ত হয়েছেন৷ তিনি আত্মীয়ের সঙ্গে দেখা করতে ভারতে এসেছেন৷ দেশে আসার পর প্রথমে কোয়ারান্টাইনে ছিলেন সেই যুবক৷ তারপর গত ১ ডিসেম্বর তাঁর দ্বিতীয়বার পরীক্ষা করা হলে কোভিড পজিটিভ ধরা পড়ে৷ পরে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য তাঁর নমুনা দিল্লি পাঠানো হয়৷ তাতেই ওমিক্রন সংক্রমণের বিষয়টি সামনে আসে৷ অন্যদিকে কর্ণাটকে দক্রিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরেও ওমিক্রনের খোঁজ মেলে৷