মহাকাশের পর সাগরেও লম্বা লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত। ২০২৩ সালে মহাকাশে মনুষ্যবাহী মিশন পাঠানোর পরিকল্পনা করছে ভারত। এরপরই ভারত ২০২৪ সালে গভীর সমুদ্রে একটি মনুষ্যবাহী মিশন পাঠাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, সমুদ্রের অভ্যন্তরে লুকিয়ে থাকা খনিজ ভাণ্ডার খুঁজতে তিন বিজ্ঞানীকে সাগর থেকে ৫ হাজার মিটার গভীর সমুদ্রে পাঠানো হবে।
শনিবার ইন্টারন্যাশনাল ইন্ডিয়া সায়েন্স ফেস্টিভ্যালে (IISF) জিতেন্দ্র সিং বলেন, কেন্দ্রীয় সরকার সম্প্রতি ‘ডিপ ওশেন মিশন’কে অনুমোদন দিয়েছে। এই মিশনের আওতায় কয়েকদিন আগে সমুদ্রযানকে ৫০০ মিটার গভীরে পাঠানো হয়েছিল গবেষণার জন্য। কিন্তু এই সীপ্লেনকে নতুন করে তৈরি করা হচ্ছে মনুষ্যবাহী অভিযানের জন্য। আর্থ সায়েন্সেস মন্ত্রকের গবেষণাগারগুলি ছাড়াও, ISRO-ও এই প্রকল্পে কাজ করছে। তিনি আরও জানান, মিশনের লক্ষ্যমাত্রা হল ২০২৪ সালের মধ্যে তিনজন যাত্রীকে নিয়ে সমুদ্রযান সমুদ্রের পাঁচ কিলোমিটার গভীরে গিয়ে অবতরণ করবে। গভীর সমুদ্রের তলদেশে প্রচুর খনিজ মজুদ থাকার সম্ভাবনা রয়েছে যা হয় পৃথিবীতে উপলব্ধ নয় বা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। সেগুলির খোঁজে এই মিশন।ট্রেন্ডিং স্টোরিজ
জিতেন্দ্র সিং আরও বলেন, ‘এই অনন্য মহাসাগর মিশনের সূচনা করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ফ্রান্স এবং চিনের মতো দেশগুলির অভিজাত ক্লাবে যোগদান করে যাবে ভারত৷ এই দেশগুলি ইতিমধ্যেই সমুদ্রের তলদেশে যান পাঠিয়েছে৷’