কোনটির নাম ঘোরী, কোনটি আবার গজনবি, কোনওটির নাম আবার আবদালি। এগুলি সব পাকিস্তানের মিসাইলের নাম। আর যাদের নামে নাম রাখা হয়েছে তারা সকলেই ভারত আক্রমণকারী বলে পরিচিত। এবার এনিয়ে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, পাকিস্তানে ভারত বিরোধী অনুভূতি কতটা শক্তিশালী। দেখা যাচ্ছে যারা ভারতকে আক্রমণ করেছিল তাদের নামে ওদের মিসাইলের নাম রাখা হয়েছে। ঘোরী, আবদালি, গজনবি, কটাক্ষ রাজনাথ সিংয়ের। পাশাপাশি তিনি জানিয়েছেন, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের গোড়া থেকে উপড়ে ফেলতে সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে ভারতীয় বায়ু সেনা। ইন্ডিয়া গেটে স্বর্ণিম বিজয় পরবে বক্তব্য রাখছিলেন রাজনাথ সিং। সেখানেই পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।ট্রেন্ডিং স্টোরিজ
তিনি বলেন, ভারতের উপর যারা আক্রমণ করেছে তাদের নামে পাকিস্তান মিসাইলের নাম রেখেছে। এদিকে পাকিস্তানের এই নামকরণকে ঘিরে বিভিন্ন মহলে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। তবে কি ভারত বিদ্বেষকে আরও জোরালো করতেই এভাবে ভারত আক্রমণকারীদের নামে মিসাইলের নাম রাখছে পাকিস্তান? তবে এই নামকরণের মাধ্যমে পাকিস্তানের প্রকৃত রূপ প্রকাশ্য়ে আসছে এমনটাই মনে করছেন অনেকে। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ফের জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলেছেন প্রতিরক্ষামন্ত্রী। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে কপ্টার ভেঙে মৃত্যু হওয়া সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।