এতদিন বিরাট কোহলি আর রোহিত শর্মা সমর্থকদের ‘লড়াই’ চলত। গত বুধবার থেকে সেই ‘লড়াই’ অন্য মোড় নিয়েছে। ওই ভারতীয় একদিনের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রোহিতের নাম, এর জেরে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ বিরাট ভক্তরা। এই জলঘোলার মাঝেই কেউ কেউ অতীত প্রসঙ্গ টেনে আনছেন। কেমনভাবে চ্যাপেল জমানায় অধিনায়ক সৌরভকে দল থেকে ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বার করে দেওয়া হয়েছিল। সৌরভ যদিও অদম্য জেদ নিয়ে কামব্যাক করেছিলেন। সেই অতীতের স্মৃতিই কাকতালীয়ভাবে চলতি সপ্তাহে দাদাগিরির মঞ্চে শোনাবেন সৌরভ।
এই সপ্তাহে দাদাগিরির মঞ্চে হাজির হচ্ছে টিম কড়ি খেলা। আর সেখানেই চ্যাপেল জমানার সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে নেবেন সৌরভ। মঞ্চে কড়ি খেলার হিরো আনন্দ ঘোষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দাদা। ২ মিনিটে ৪০ টা পুস আপ দিতে হবে, দাদার কথা মেনেও নেয় সৌরভের অন্ধ ভক্ত আনন্দ। কথা প্রসঙ্গে দাদাগিরির সঞ্চালক বলেন, ‘আমাকে যখন টিম থেকে বাদ দেওয়া হয়েছিল খুব রাগ হত তখন। একদিন বিকালে আমি ইডেনে দৌড়াতে এসেছি, ২১টা ল্যাপ দৌড়েছিলাম ওইদিন। অ্যাবস এক্সারসাইজ করছি দিনে ৩৫০টা’। আর সেইসময়ই পর্দায় ভেসে উঠে সৌরভের ওই কড়া ট্রেনিংয়ের সব মুহূর্তগুলো, আনন্দ হাসি মুখে জানায়- ‘তুমি আমার কাছে আবেগ’।