প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে প্রতিক্রিয়া দিল টুইটার৷ টুইটার কর্তৃপক্ষের তরফে জানানো হল,নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ টুইটারের তরফে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখা হয়েছে। অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সেই অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে৷’ টুইটারের তরফে আরও বলা হয়, যে নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অন্যান্য অ্যাকাউন্টের সম্ভাব্য হ্যাকের বিষয়টি খতিয়ে দেখা হয়৷ তবে অন্য আর কোনও অ্যাকাউন্ট হ্যাক হয়নি৷ পাশাপাশি দাবি করা হয়েছে, এই হ্যাকের নেপথ্যে সংস্থার নিরাপত্তা ব্যবস্থার কোনও ত্রুটি নেই।
জানা গিয়েছে, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম তদন্তে করে বের করার চেষ্টা করছে যে কারা প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করেছে৷ প্রধানমন্ত্রী মোদীর অ্যাকাউন্টে ৭৩.৪ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। হ্যাক হওয়ার কিছু পরই অ্যাকাউন্টটিকে পুনরুদ্ধার করা হয় এবং ভুয়ো টুইটগুলিকে মুছে ফেলা হয়। উল্লেখ্য, যে টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ আপডেট করে, গত বছরের সেপ্টেম্বরে সেটিও হ্যাক হয়েছিল।ট্রেন্ডিং স্টোরিজ
আর গতরাতে প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা এক ভুয়ো বার্তায় দাবি করা হয় যে ভারত সরকারই নাকি বিটকয়েনে বিনিয়োগ করেছে এবং প্রত্যেক ভারতবাসীকে বিটকয়েন দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এই বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেলটি ‘খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাক করা হয়েছিল’ এবং পরে তা ফের সুরক্ষিত করা হয়েছিল। অ্যাকাউন্টে বিটকয়েন দেওয়ার প্রতিশ্রুতি সমেত একটি লিঙ্ক শেয়ার করা হয়েছিল।’