আফ্রিকা মহাদেশের উগান্ডাতে খেলতে গিয়ে রীতিমতো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হল ভারতীয় প্যারা-শাটলারদের। টুর্নামেন্টে খেলতে গিয়ে ভারতীয় দল যে হোটেলে উঠেছে, তার ১০০ মিটারের মধ্যেই জোড়া বিস্ফোরণে হল। তবে ভালো খবর এটাই ভারতীয় দলের কোন শাটলার বা কোচিং স্টাফ কেউ আহত হননি। এই কথা নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ গৌরব খান্না।ট্রেন্ডিং স্টোরিজ
উগান্ডাতে প্যারা ব্যাডমিন্টনের আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে পা রেখেছে ভারতীয় দল। রাজধানী কাম্পালার কাছে একটি হোটেলে রয়েছে গোটা দল। পরপর বিস্ফোরণের ফলে তিন সাধারণ নাগরিক মারা গিয়েছেন। তিন আত্মঘাতী জঙ্গিরও মৃত্যু হয়েছে। আতঙ্কে সেই জায়গা থেকে প্রাণভয়ে সকলে দৌড়াদৌড়ি শুরু করেন। হেড কোচ খান্না বলেছেন, ‘কয়েকজন শাটলার যখন ব্যাডমিন্টন হলের দিকে যাচ্ছিলেন, তখন এই বিস্ফোরণ ঘটে।’
তিনি আরও যোগ করেন ‘ এই ঘটনা আমাদের শাটলারদের উপর প্রভাব ফেলবে না। আমাদের ৫৪ জন ক্রীড়াবিদের এক বড় দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো হবে।’ উল্লেখ্য টোকিও প্যারালিম্পিকে ভারতের হয়ে সোনাজয়ী শাটলার প্রমোদ ভগত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।