বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভরা নভেম্বরেও শীতের দেখা নেই রাজ্যে। মঙ্গলবার থেকে রাজ্যের তাপমাত্রা কিছুটা কমলেও শীতপ্রেমীদের জন্য ফের খারাপ খবর শোনাল হাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের জেরে সপ্তাহের শেষে ফের বাড়বে তাপমাত্রা। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস এখনো জারি করেনি আবহাওয়া দফতর।
সোমহার পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী কয়েকদিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কমবে। বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ দিন রাজ্যে শীতের প্রকোপ বাড়লেও শুক্রবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা।ট্রেন্ডিং স্টোরিজ
পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরে থাকা একটি ঘূর্ণাবর্ত বুধবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। যার জেরে রাজ্যে ঢুকবে জলীয় বাস্প। এর ফলে বাড়বে তাপমাত্রা।
পূর্বাভাস অনুসারে নিম্নচাপটি আগামী শুক্রবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। যার জেরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একাংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে আকাশ ফের মেঘাচ্ছন্ন হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কম।