LPG Gas Cylinder: মাত্র ৬৩৩ টাকায় সত্যিই কি মিলছে রান্নার গ্যাস? জানুন বিষয়টা!

1/6বাড়ির রান্নার এলপিজি সিলিন্ডার মাত্র ৬৩৩.৫০ টাকায় পাওয়া যাবে। কীভাবে? ছবি : পিটিআই (PTI)

না। সাধারণ গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। তবে নতুন ধরনের কম্পোজিট সিলিন্ডার কিনলে এই সস্তা দামে পাবেন। ফাইল ছবি : পিটিআই (PTI)
2/6না। সাধারণ গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। তবে নতুন ধরনের কম্পোজিট সিলিন্ডার কিনলে এই সস্তা দামে পাবেন। ফাইল ছবি : পিটিআই (PTI)
সাধারণ সিলিন্ডারের বর্তমানে কলকাতায় দাম ৯২৬ টাকা। তবে দাম কমের একটা কারণ রয়েছে বৈকি। ফাইল ছবি : পিটিআই (PTI)
3/6সাধারণ সিলিন্ডারের বর্তমানে কলকাতায় দাম ৯২৬ টাকা। তবে দাম কমের একটা কারণ রয়েছে বৈকি। ফাইল ছবি : পিটিআই (PTI)
সস্তার গ্যাস সিলিন্ডারটি ইন্ডেনের কম্পোজিট সিলিন্ডার ও ১০ কেজি-র আকারে পাওয়া যায়। ১০ কেজির সিলিন্ডার শুধুমাত্র গৃহস্থালির ভর্তুকিহীন সিলিন্ডার হিসাবে পাওয়া যায়। ফাইল ছবি : ইন্ডেন (Indane)
4/6সস্তার গ্যাস সিলিন্ডারটি ইন্ডেনের কম্পোজিট সিলিন্ডার ও ১০ কেজি-র আকারে পাওয়া যায়। ১০ কেজির সিলিন্ডার শুধুমাত্র গৃহস্থালির ভর্তুকিহীন সিলিন্ডার হিসাবে পাওয়া যায়। ফাইল ছবি : ইন্ডেন (Indane)
সাধারণ যে এলপিজি সিলিন্ডার বাড়িতে কেনা হয়, সেটার ওজন ১৪.২ কেজি। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/6সাধারণ যে এলপিজি সিলিন্ডার বাড়িতে কেনা হয়, সেটার ওজন ১৪.২ কেজি। ফাইল ছবি : পিটিআই (PTI)
জুলাই মাসে ইন্ডেন এই নতুন ধরনে সিলিন্ডার বাজারে এনেছে। ৫ কেজির সিলিন্ডার গৃহস্থালির পাশাপাশি দোকানেও বাণিজ্যিক প্রয়োজনে নেওয়া যাবে। ফাইল ছবি : পিটিআই
6/6জুলাই মাসে ইন্ডেন এই নতুন ধরনে সিলিন্ডার বাজারে এনেছে। ৫ কেজির সিলিন্ডার গৃহস্থালির পাশাপাশি দোকানেও বাণিজ্যিক প্রয়োজনে নেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.