তৃণমূলের একুশের পাল্টা ! দিল্লিতে বাংলায় নিহতদের নিয়ে শহীদ স্মরণ বিজেপির

তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা শহীদ স্মরণ বিশেষ কর্মসূচি বিজেপির। আগামীকাল মঙ্গলবার দিল্লিতে এই কর্মসূচি হবে অরাজনৈতিক সংগঠন “কল ফর জাস্টিস”- এর ব্যানারে এই অনুষ্ঠান হবে। পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা ভোট পর্যন্ত নিহত
বিজেপির ২৪টি শহীদ পরিবারকে সোমবার দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, মোট ৪৮ জন পরিবারের সদস্যদের বিশেষ ট্রেনে বিকেলে শিয়ালদহ থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে। এই কর্মসূচির প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।ইতিমধ্যেই শহিদ পরিবারগুলিকে জেলা থেকে রাজ্য দপ্তরে নিয়ে আসা হয়েছে।
সমস্ত পরিবারগুলিকে নাগরীক সম্বর্ধনা দেওয়া ছাড়াও আর্থিক সাহার্য্য প্রদান করা হবে বলে জানা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে এই শহীদ পরিবারগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করারও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। লোকসভা নির্বাচণ থেকে আজ অবধি বিজেপির মোট ৭৩ জন মানুষ শহিদ হয়েছে বলে বিজেপির দাবি।

ত্রিলোচণ মাহতের বড় দাদা বিবেকানন্দ মাহাতো বলেন, “আমরা আজ দিল্লি যাচ্ছি। ত্রিলোচন মাহতের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছি। রাজ্য পুলিশের সিআইডির প্রতি কোনও আস্থা নেই। প্রশাসনের দিক থেকে আমরা কোনও সহযোগীতা পাচ্ছি না। সিআইডি তদন্ত করেছে। সেখানে ৪ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করে। এই ঘটনায় প্রায় কমপক্ষে ৮-১০ জন যুক্ত আছে। গ্রামের মধ্যে আমারা আতঙ্ক। এই ভাবে যদি খুন হয়। তা হলে বেচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনও পার্থক্য নেই। যদি সঠিক ভাবে দোষী ব্যক্তিরা যদি শাস্ত্রী না পায়। তা হলে আতঙ্কটা- আতঙ্কই থেকে যাবে।”

দাড়িভিটের ঘটনায় নিহত মঞ্জু বর্মণের মা তাপস বর্মন বলেন,” আমরা ৪টে ট্রেনে উঠবো। আমাদের প্রধানমন্ত্রী ডেকেছেন। তার জন্য আমরা যাচ্ছি। আমাদের মূল দাবি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। আর খুনিদের শাস্ত্রী চাই। এটাই আমাদের দাবি। এখন দাড়িভিটেয় আগের থেকে ভালো অবস্থা। তৃণমূলের লোকজন আমাদের ভয় দেখাচ্ছে। দিল্লিতে গিয়ে আমরা প্রধানমন্ত্রীকে জানাবো। আমাদের বিচার চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.