যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে উল্টোডাঙা উড়ালপুলে। উড়ালপুলের একটি স্তম্ভে ফাটল দেখা দেওয়ায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। ওই উড়ালপুলের ইএম বাইপাসগামী যে অংশ এর আগে এক বার ভেঙে পড়েছিল, সেই অংশেই এই ফাটল দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সঙ্গে সঙ্গে কেএমডিএ-র বিশেষজ্ঞ কমিটি কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটকে সতর্ক করে। এর পরেই এ দিন সন্ধ্যা থেকে যান চলাচল বন্ধ করা হয়েছে ওই উড়ালপুলে।
♦ আপাতত ওই উড়ালপুল বন্ধ থাকায় তিনটি পথের নির্দেশ দিয়েছে পুলিশ। এখন উড়ালপুল এড়িয়ে এই পথেই যাবে সব গাড়ি।
♦ ই এম বাইপাস থেকে যে সব গাড়ি এয়ারপোর্টের দিকে যাবে সেগুলিকে চিংড়িঘাটা উড়ালপুল ধরে নিউটাউন হয়ে যেতে হবে।
♦ এ জে সি রোড থেকে যে সব গাড়ি এয়ারপোর্টের দিকে যাবে সেগুলিকে যেতে হবে এ পি সি রোড হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোডে। সেখান থেকে আর জি কর হাসপাতালের রাস্তা ধরে যশোর রোড হয়ে।
♦ এয়ারপোর্ট থেকে কলকাতা শহরের দিকে আসা গাড়িগুলিকে যেতে হবে নিউটাউনের রাস্তা ধরে চিংড়িঘাটার দিকে। সেখান থেকে ই এম বাইপাস ধরে ঢুকতে হবে শহরে।