প্রতীক্ষার অবসান। করোনার জন্য এক বছর পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুরু হয়েছে টোকিও অলিম্পিক্স। উদ্বোধনী দিনে তিরন্দাজির লড়াই দিয়ে অলিম্পিকে যাত্রা শুরু করেছে ভারতের। শনিবার সরকারিভাবে গেমসের প্রথম দিন হিসেবে চিহ্নিত হচ্ছে। প্রথম দিনেই পদক জয়ের সম্ভাবনা নিয়ে লড়াইয়ে নামছেন ভারতীয় অ্যাথলিটরা।24 Jul 2021, 09:36:48 AM IST
টেবিল টেনিসে প্রথম ম্যাচেই হার ভারতের
শরথ কমল ও মনিকা বাত্রা মিক্সড ডাবলসের প্রথম ম্যাচেই হেরে বসলেন। তাইপের য়ুন জু লিন ও আই চিং চেং জুটির কাছে ভারতীয় জুটি হার মানে ৮-১১, ৬-১১, ৫-১১, ৪-১১ গেমে। শেষ গেম স্থায়ী হয় মাত্র ৪ মিনিট।24 Jul 2021, 09:34:48 AM IST
টেবিল টেনিসের তৃতীয় গেমে হার
তৃতীয় গেম ৫-১১ ব্যবধানে হেরে বসেন মমিকা-শরথ। তৃীতয় গেম স্থায়ী হয় ৭ মিনিট।24 Jul 2021, 09:02:13 AM IST
টেবিল টেনিসের দ্বিতীয় গেমে হার
মিক্সড ডাবলস টেবিল টেনিসে তাইপের প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয় গেম ৬-১১ ব্যবধানে হেরে বসেন শরথ-মনিকা। ৬ মিনিট স্থায়ী হয় দ্বিতীয় গেম।24 Jul 2021, 09:00:32 AM IST
টেবিল টেনিসের প্রথম গেমে হার
মিক্সড ডাবলস টেবিল টেনিসে তাইপের বিরুদ্ধে প্রথম গেম ৮-১১ ব্যবধানে হেরে বসেন শরথ-মনিকা। ৬ মিনিট স্থায়ী হয় প্রথম গেম 24 Jul 2021, 08:56:24 AM IST
জুডোয় হার
সুশীলা দেবি জুডোর প্রথম ম্যাচে হাঙ্গেরির এভার কাছে পরাজিত হন।24 Jul 2021, 08:47:00 AM IST
টেবিল টেনিসে লড়াই শুরু ভারতের
টেবিল টেনিসে মিক্সড ডাবলসে চাইনিজ তাইপের বিরুদ্ধে লড়াই শুরু ভারতের শরথ কমল ও মনিকা বাত্রার। তাইপের হয়ে লড়াই চালাচ্ছেন যুন জু লিন ও আই চিং চেং।24 Jul 2021, 08:43:24 AM IST
এক ক্লিকেই অলিম্পিক্স
হকিতে জয় ভাতের
ছেলেদের হকিতে পুল-এ’র প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে পরাজিত করেন ভারত। ভারতের হয়ে ২৬ ও ৩৩ মিনিটে জোড়া গোল করেন হরমনপ্রীত সিং। ১০ মিনিটের মাথায় অপর গোলটি করেন রুপিন্দর পাল সিং। নিউজিল্যান্ডের হয়ে ৬ মিনিটে প্রথম গোল করেন কেন রাসেল। পরে ৪৩ মিনিটের মাথায় স্টিফেন জেনেস দ্বিতীয় গোল করেন।
তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে কোরিয়ার মুখে ভারত
প্রত্যাশা মতোই তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী কোরিয়ার মুখে পড়ল ভারত। প্রথম রাউন্ডে ভারত ৫-৩ ব্যবধানে পরাজিত করে চাইনিজ তাইপেকে। কোরিয়া ৬-০ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশকে। প্রথম তিন সেটেই ম্যাচের ফয়সলা হয়ে যাওয়ায় চতুর্থ সেটে লড়াই গড়ায়নি।24 Jul 2021, 08:07:14 AM IST
রোয়িংয়ের হিটে চমক দিতে ব্যর্থ ভারত
লাইটওয়েট মেনস ডাবলস স্কালসের হিটে ভারতের অর্জুন লাল ও অরবিন্দ সিং ৬ দলের মধ্যে পাঁচ নম্বরে শেষ করেন।24 Jul 2021, 07:58:22 AM IST
টোকিও অলিম্পিকের প্রথম সোনা চিনের
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন চিনের কিয়ান ইয়াং। ফাইনালে ২৫১.৮ পয়েন্ট স্কোর করো গোল্ড মেডেল জেতেন তিনি। ২৫১.১ স্কোর করে রুপো জেতেন রাশিয়ান অলিম্পিক কমিটির অ্যানাস্তেসিয়া গালাসিনা। ২৩০.৬ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ জেতেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চেন। যোগ্যতা অর্জন পর্বে গেমস রেকর্ড গড়া নরওয়ের হগ জিনেট চার নম্বরে শেষ করেন।
হকিতে ব্যবধান কমাল নিউজিল্যান্ড
৪৩ মিনিটের মাথায় স্টিফেন জেনেস গোল করে নিউজিল্যান্ডের ব্যবধান কমিয়ে ২-৩ করেন।24 Jul 2021, 07:37:53 AM IST
হকিতে ৩-১ গোলে এগিয়ে ভারত
তৃতীয় কোয়ার্টারে (৩৩ মিনিটে) ফের গোল করে ভারতকে ৩-১ ব্যবধানে এগিয়ে গিলেন হরমনপ্রীত সিং। ম্যাচে এটি তাঁর দ্বিতীয় গোল।24 Jul 2021, 07:24:25 AM IST
হকিতে ২-১ গোলে এগিয়ে ভারত
দ্বিতীয় কোয়ার্টারে (২৬ মিনিটে) গোল করে ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে গিলেন হরমনপ্রীত সিং।24 Jul 2021, 06:52:11 AM IST
হকিতে লড়াই চালাচ্ছে ভারত
প্রথম কোয়ার্টারে খেলা শেষ। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের স্কোর আপাতত ১-১। নিউজিল্যান্ডের হয়ে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন (৬ মিনিটে) কেন রাসেল। ভারতের হয়ে গোল শোধ করেন (১০ মিনিটে) রুপিন্দর পাল সিং।24 Jul 2021, 06:31:17 AM IST
গেমস রেকর্ড
যোগ্যতা অর্জন পর্বে গেমস রেকর্ড গড়লেন নরওয়ের হগ জিনেট। তিনি ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশনে ৬৩২.৯ পয়েন্ট সংগ্রহ করেন।24 Jul 2021, 06:28:13 AM IST
শুটিংয়ের শুরুতে হতাশাজনক ফল ভারতের
১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ব্যর্থ হলেন ভারতের দুই তারকা। এলাভেনিল ৬২৬.৫ পয়েন্ট সংগ্রহ করে ১৬ নম্বরে শেষ করলেন। অপূর্বীর পারফর্ম্যান্স আরও খারাপ। তিনি ৬২১.৯ পয়েন্ট সংগ্রহ করে শেষ করলেন ৩৬ নম্বরে। ফাইনালে উঠতে হলে প্রথম আটে থাকতে হত, যার ধারে-কাছেও ছিলেন না দুই ভারতীয় শুটার।24 Jul 2021, 06:21:37 AM IST
শুটিংয়ের ষষ্ঠ সিরিজের স্কোর
ষষ্ঠ সিরিজের ১০টি শটে এলাভেনিলের সংগ্রহ ১০৪.৫ পয়েন্ট (১০.৬, ১০.৩, ৯.৯, ১০.৭, ১০.৫, ১০.৪, ১০.৪, ১০.৭, ১০.৮, ১০.২)। মোট ৬০ শটে সাকুল্যে তাঁর খাতায় রয়েছে ৬২৬.৫ পয়েন্ট।
ষষ্ঠ সিরিজে অপূর্বীর সংগ্রহ ১০৩.৬ পয়েন্ট (১০.৫, ১০.৬, ১০.৩, ১০.৬, ১০.৪, ১০.৭, ১০.২, ১০.৩, ৯.৭, ১০.৩)। মোট ৬০ শটে সাকুল্যে তাঁর খাতায় রয়েছে ৬২১.৯ পয়েন্ট।
তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে তাইপেকে হারাল ভারত
তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে চাইনিজ তাইপের বিরুদ্ধে লড়ছেন ভারতের দীপিকা কুমারি ও প্রবীণ যাদব। প্রথম সেট চাইনিজ তাইপে ৩৬-৩৫ পয়েন্টে জিতে নেয়। দ্বিতীয় সেট ৩৮-৩৮ পয়েন্টে ড্র হয়। সুতরাং প্রথম সেট থেকে তাইপে ২টি সেট পয়েন্ট ঘরে তোলে। দ্বিতীয় সেটে দু’দল ১ পয়েন্ট করে সংগ্রহ করেছ দ্বিতীয় সেটের পর তাইপে এগিয়ে ৩-১ পয়েন্টে। তৃতীয় সেটে ভারত জেতে ৪০-৩৫ পয়েন্টে এবং ২টি সেট পয়েন্ট ঘরে তোলে। তৃতীয় সেটের পর স্কোর ৩-৩। শেষ সেটে ভারত জয় তপলে নেয় ৩৭-৩৬ পয়েন্টে। ফলে ২টি সেট পয়েন্ট পান দীপিকারা। ভারত ৫-৩ পয়েন্টে পরাজিত করে তাইপেকে এবর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।।
স্কোর:-
প্রথম সেট: ভারত-৩৫, তাইপে-৩৬ (সেট পয়েন্ট: ০-২)।
দ্বিতীয় সেট: ভারত-৩৮, তাইপে-৩৮ (সেট পয়েন্ট: ১-৩)।
তৃতীয় সেট: ভারত-৪০, তাইপে-৩৫ (সেট পয়েন্ট: ৩-৩)।
চতুর্থ সেট: ভারত-৩৭, তাইপে-৩৬ (সেট পয়েন্ট: ৫-৩)।
পঞ্চম সিরিজের স্কোর
পঞ্চম সিরিজের ১০টি শটে এলাভেনিলের সংগ্রহ ১০৩.৫ পয়েন্ট (১০.৫, ১০.৫, ১০.৪, ৯.৭, ১০.৫, ১০.২, ১০.৬, ১০.৩, ১০.২, ১০.৬)। মোট ৫০ শটে সাকুল্যে তাঁর খাতায় রয়েছে ৫২২.০ পয়েন্ট।
পঞ্চম সিরিজে অপূর্বীর সংগ্রহ ১০২.২ পয়েন্ট (১০.২, ৯.৯, ৯.৬, ১০.৫, ১০.৬, ১০.১, ১০.৬, ১০.৫, ৯.৮, ১০.৪)। মোট ৫০ শটে সাকুল্যে তাঁর খাতায় রয়েছে ৫১৮.৩ পয়েন্ট।
চতুর্থ সিরিজের স্কোর
চতুর্থ সিরিজের ১০টি শটে এলাভেনিলের সংগ্রহ ১০৪.২ পয়েন্ট (১০.৫, ১০.১, ১০.৭, ১০.১, ১০.৩, ১০.৬, ১০.৫, ১০.৫, ১০.২, ১০.৭)। মোট ৪০ শটে সাকুল্যে তাঁর খাতায় রয়েছে ৪১৮.৫ পয়েন্ট।
চতুর্থ সিরিজে অপূর্বীর সংগ্রহ ১০৪.২ পয়েন্ট (১০.২, ১০.৪, ১০.৬, ১০.২, ১০.৫, ১০.২, ১০.৭, ১০.৪, ১০.৭, ১০.৩)। মোট ৪০ শটে সাকুল্যে তাঁর খাতায় রয়েছে ৪১৬.১ পয়েন্ট।24 Jul 2021, 05:53:22 AM IST
তৃতীয় সিরিজের স্কোর
তৃতীয় সিরিজের ১০টি শটে এলাভেনিলের সংগ্রহ ১০৬.০ পয়েন্ট (১০.৩, ১০.৮, ১০.৬, ১০.৪, ১০.৪, ১০.৮, ১০.৮, ১০.৪, ১০.৬, ১০.৯)। মোট ৩০ শটে সাকুল্যে তাঁর খাতায় রয়েছে ৩১৪.৩ পয়েন্ট।
অপূর্বীর সংগ্রহ ১০৪.৯ পয়েন্ট (১০.৭, ১০.৮, ১০.৩, ১০.৩, ১০.৩, ১০.৩, ১০.৩, ১০.৫, ১০.৯, ১০.৫)। মোট ৩০ শটে সাকুল্যে তাঁর খাতায় রয়েছে ৩১১.৯ পয়েন্ট।24 Jul 2021, 05:28:23 AM IST
দ্বিতীয় সিরিজের স্কোর
দ্বিতীয় সিরিজের ১০টি শটে এলাভেনিলের সংগ্রহ ১০৪.০ পয়েন্ট (১০.২, ১০.৪, ১০.৫, ১০.৭, ১০.১, ১০.৮, ১০.১, ১০.৪, ১০.৩, ১০.৫)। মোট ২০ শটে সাকুল্যে তাঁর খাতায় রয়েছে ২০৮.৩ পয়েন্ট।
অপূর্বীর সংগ্রহ ১০২.৫ পয়েন্ট (১০.৮, ১০.২, ১০.১, ৯.৫, ১০.৫, ১০.৩, ১০.৫, ১০.২, ১০.৫, ৯.৯)। মোট ২০ শটে সাকুল্যে তাঁর খাতায় রয়েছে ২০৭ পয়েন্ট।
প্রথম সিরিজের স্কোর
প্রথম সিরিজের ১০টি শটের পর এলাভেনিলের সংগ্রহ ১০৪.৩ পয়েন্ট (১০.৭, ১০.৩, ১০.৭, ১০.২, ১০.৬, ১০.২, ১০.৭, ১০.৪, ১০.২, ১০.১৩)।
অপূর্বীর সংগ্রহ ১০৪.৫ পয়েন্ট। (১০.৫, ১০.৯, ১০.৫, ১০.০, ১০.৬, ১০.১, ১০,৮, ১০.০, ১০.৬, ১০.৫)।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট শুরু
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বে লড়াই চালাচ্ছেন ভারতের অপূর্বী চান্ডেলা ও এলাভেনিল ভালারিভান।
শনিবারের সূচি
শুটিং:-
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন ও ফাইনাল (অপূর্বী চান্ডেলা ও এলাভেনিল ভালারিভান)।
ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল কোয়ালিফিকেশন ও ফাইনাল (সৌরভ চৌধরী ও অভিষেক বর্মা)।
ভারোত্তলন:-
মহিলাদের ৪৯ কেজি বিভাগ (মীরাবাঈ চানু)।
তিরন্দাজি:-
মিক্সড টিম ইভেন্ট (দীপিকা কুমারি ও প্রবীণ যাদব)।
হকি:-
ছেলেদের- ভারত বনাম নিউজিল্যান্ড।
মেয়েদের- ভারত বনাম নেদারল্যান্ডস।
ব্যাডমিন্টন:-
মেনস ডাবলস- (সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি)।
মেনস সিঙ্গলস- (সাই প্রণীত)।
টেবিল টেনিস:-
মিক্সড ডাবলস- (শরথ কমল ও মনিকা বাত্রা)।
ওমেনস সিঙ্গল- মনিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়।
বক্সিং:-
মেনস ওয়েল্টারওয়েট- বিকাশ কৃষাণ।
টেনিস:-
মেনস সিঙ্গল (সুমিত নাগাল)।
জুডো:-
ওমেনস ৪৮ কেজি-সুশীলা দেবী।