রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার নিলামের ব্যাপারে সাংসদে জানিয়ে দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং। এয়ার ইন্ডিয়ার অনুসারী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এয়ার ইন্ডিয়া SATSয়েরও নিলাম ১৫ সেপ্টেম্বর হতে পারে। সূত্রের খবর, গত নিলামে ক্রেতাদের আকর্ষণ করতে পারা যায়নি। এবার এয়ারলাইন্সের সম্পত্তিতে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে মন্ত্রী জানিয়েছেম, কোভিড পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার কর্মী ও তাদের পরিবারের সুরক্ষার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।
কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি সংসদে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন। তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও এয়ার ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরই বিজয় কুমার সিং জানিয়েছেন, অস্থাবর সম্পত্তি নতুন মালিকের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে স্থাবর সম্পত্তি বিক্রি করে এয়ার ইন্ডিয়া লিমিটেডের দেনা মেটানো হবে। এদিকে গত মার্চ মাসেই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার প্রায় ৬০ হাজার কোটি টাকা দেনা রয়েছে। সেকারণে এটি বিলগ্নীকরণ করা হবে। এক্ষেত্রে দুটি পথ রয়েছে। একটি হল এটি বিলগ্নীকরণ করতে হবে, নয়তো এটি বন্ধ করে দিতে হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল মে জুন মাসের মধ্যেই এটির বেসরকারিকরণের বিষয়টি মিটিয়ে ফেলা হবে। তবে অতিমারি পরিস্থিতির জন্য কিছুটা দেরি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে বর্তমান মন্ত্রী জানিয়েছেন ১৫ সেপ্টেম্বর এটির নিলাম হতে পারে।