আসুন, বিজেপি পরিবারে যুক্ত হোন, বারাণসীতে সদস্য সংগ্রহ অভিযানে মোদী

শনিবার সকালে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুদের পবিত্র শহর বারাণসীতে তিনি বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছেন। তিনি টুইট করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা। তাঁর জন্মজয়ন্তীতে আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। সেই অভিযানে যোগ দিতেই আমি এসেছি কাশীতে।

লোকসভা ভোটে জয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার বারাণসীতে গেলেন মোদী। তিনি বলেন, সদস্য সংগ্রহ অভিযানে সমাজের নানা স্তরের মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হবেন। তাতে আমাদের দল শক্তিশালী হবে। শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় বাজেট পেশের পরেই টুইট করে বারাণসী যাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। নির্মলা বাজেট বক্তৃতায় বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতির বহর দাঁড়াবে ৫ হাজার কোটি ডলার।

এদিন বেলা ১০ টায় বারাণসীতে পৌঁছান মোদী। বিমান বন্দরে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তির আবরণ উন্মোচন করেন। বিমান বন্দরে মোদীকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক, বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডে।

মোদী আগেই জানিয়েছিলেন, বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের কাছে মন মহলে ভারচুয়াল মিউজিয়ামে যাব। সেখানে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষিত আছে।

ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে মোদী প্রথমবার বারাণসীতে যান ২৭ মে। তাঁকে ৪ লক্ষ ৭৯ হাজার ভোটে জেতানোর জন্য ভোটদাতাদের তিনি অভিনন্দন জানান। ২০১৪ সালে বারাণসীতে তিনি আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেন। সেবারের তুলনায় ২০১৯-এ তাঁর জয়ের মার্জিন বেড়েছে ১ লক্ষ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, তিনি ছিলেন অসামান্য ব্যক্তিত্বের অধিকারী। দেশের তরুণদের শিক্ষা দেওয়ার ওপরে তিনি জোর দিয়েছেন। তাঁর দেশপ্রেম, সাহস ও আত্মদান দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে প্রেরণা।

বিজেপির সহ সভাপতি শিবরাজ সিং চৌহান জানান, দলের সদস্য সংগ্রহ অভিযান চলবে ১১ অগাস্ট পর্যন্ত। সদস্য সংখ্যা অন্তত ২০ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

চৌহান বিবৃতিতে বলেন, মোবাইলে মিসড কল দিয়ে অথবা ফর্ম ফিল আপ করে কেউ সদস্য হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.