আজ শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ে গেল শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল। বিসিসিআইয়ের তরফ থেকে ছবি পোস্ট করে একথা জানানো হয়েছে। শিখর ধাওয়ানের অধিনায়কত্বে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। ১৩ জুলাই একদিনের ম্যাচের মাধ্যমে ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হবে, ২৫ জুলাই টি-২০ ম্যাচ দিয়ে ভারতের সফর শেষ হবে। সবকটি ম্যাচ খেলা হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে।
আজ বিসিসিআইয়ের তরফ থেকে শ্রীলঙ্কাগামী ভারতীয় দলের ২০ জন সদস্য এবং ৫ জন নেট বোলারের একটি ছবি টুইট করে দ্বীপরাষ্ট্রের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা জানানো হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সম্পূর্ণ তৈরি। শ্রীলঙ্কাগামী। #ভারতীয় দল, #শ্রীলঙ্কা বনাম ভারত’।
বিসিসিআইয়ের টুইট করা ছবিটিতে দেখা যাচ্ছে প্রথমের সারিতে বসে রয়েছেন অধিনায়ক শিখর ধাওয়ান, সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদবের মতো ভারতের সীমিত ওভারের দলের নিয়মিত সদস্যেরা। পিছনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন চেতন সাকারিয়া, নীতিশ রানা, বরুণ চক্রবর্তী-সহ ভারতীয় দলে সদ্য সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটাররা।
ভারতীয় দলের পক্ষ থেকে ছবি টুইট করার পর একে একে শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল-সহ ভারতীয় দলের একাধিক সদস্য বিমানে বসে ছবি শেয়ার করেছেন। শিখর ধাওয়ান যেমন কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, পৃথ্বী শয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘পরবর্তী স্টপ শ্রীলঙ্কা’।
ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালও তাঁর স্পিন বোলিং সঙ্গী কুলদীপ যাদবের সঙ্গে বিমানে বসে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনে যুজি লিখেছেন, ‘শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ে যাচ্ছি। #ভারতীয় দল’।
শ্রীলঙ্কা সফরে ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতের ‘বি’ দলে ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদবের মতো সীমিত ওভারের ক্রিকেটের একাধিক বিশেষজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি নীতিশ রানা, দেবদত্ত পাড়িক্কাল, রুতুরাজ গায়কোয়াড়ের মতো আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই অনভিজ্ঞ ছয় জন ক্রিকেটারও রয়েছেন। এখন দেখার অভিজ্ঞ-অনভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে গঠিত এই ভারতীয় দল দ্বীপরাষ্ট্র থেকে সিরিজ জিতে ফিরতে পারে কিনা।