West Bengal Assembly Election Live Updates: বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার ৭৫.০৬ শতাংশ

রাজ্যে আজ সপ্তম দফার নির্বাচন। পাঁচ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ। মুর্শিদাবাদের ৯, মালদহে ৬, দক্ষিণ দিনাজপুরে ৬, পশ্চিম বর্ধমানে ৯ ও কলকাতার ৪টি আসনে আজ ভোটগ্রহণ। আজ কলকাতার বালিগঞ্জ, ভবানীপুর, রাসবিহারী ও কলকাতা বন্দর কেন্দ্রে ভোটগ্রহণ।

বিকেল ৬.১১: ভোটের অন্তিম পর্যায়ে মালতিপুরে উত্তেজনা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে।

বিকেল ৫.৪৯: বিকেল ৫ টায় বাড়ল ভোটদানের গড় হার। বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার ৭৫.০৬ শতাংশ। এরমধ্যে দক্ষিণ কলকাতায় পড়েছে ৫৯.৯১ শতাংশ ভোট, পশ্চিম বর্ধমানে ৭০.৩৪ শতাংশ, মালদায় ৭৮.৭৬ শতাংশ, মুর্শিদাবাদে ৮০.৩০ শতাংশ ও দক্ষিণ দিনাজপুরে পড়েছে ৮০.২১ শতাংশ ভোট। 

বিকেল ৫.৩০: কলকাতা বন্দরের গার্ডেনরিচে সংঘর্ষ বাঁধল তৃণমূল ও কংগ্রেসের মধ্যে। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করে তৃণমূল। অন্যদিকে কংগ্রেসের দাবি তৃণমূল কর্মীরাই উষ্কানি দিয়ে অশান্তি পাকাচ্ছে। দুই পক্ষের মধ্যে লাগাতার ইট বৃষ্টি শুরু হয়। পরে বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিকেল ৪.৩০: মুর্শিদাবাদের রানিনগরে দুই তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা। ঘটনাস্থলে গিয়ে ক্ষোভের মুখে আবু তাহের।

বিকেল ৪.০০: এদিন ভবানীপুরের মিত্র ইন্সস্টিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিকেল ৩.৪৫: সপ্তম দফায় রাজ্যে চলছে নির্বাচন। এদিন বেলা ৩ টে পর্যন্ত গড়ে ভোটদানের হার ৬৭.২৭ শতাংশ। এর মধ্যে কলকাতা দক্ষিণে ৫২.৯৭ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৬২.৪২ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ভোটের হার ৭২.৫৮ শতাংশ, মালদায় ৭০.১৪ শতাংশ, মুর্শিদাবাদে ৭২.৬৬ শতাংশ ভোট পড়েছে।

বিকেল ৩.৩৮: বীরভূমের ভোটের ৭২ ঘণ্টা আগে অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব৷ গরু পাচার কাণ্ডে অনুব্রতকে তলব সিবিআইয়ের৷ আগামিকাল হাজিরার নির্দেশ৷

বিকেল ৩.৩৬: আসানসোলের ২৩৯ নং বুথের কাছে মাংস-ভাত রান্নার ব্য়বস্থা ৷ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ ‘পাঁঠার মাংস খাইয়ে ভোট কেনার চেষ্টা তৃণমূলের’, অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের৷

বিকেল ৩.১৯: দুর্গাপুর পূর্বের ৬৯ নম্বর বুথে বিদ্যাসাগর স্কুলে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের। অভিযোগে বুথের সামনে বিক্ষোভ শাসকদলের কর্মী-সমর্থকদের। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়।

বিকেল ৩.১৫: পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের।

বিকেল ৩.০৪: মুর্শিদাবাদের নবগ্রামের ৮৩ নং বুথের কিছুটা দূরে স্থানীয় এক তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহনীর বিরুদ্ধে। মারধরে হাত বেঙেছে তৃণমূল নেতার।

দুপুর ২.৫০:  ফরাক্কায় তৃণমূলকর্মীকে বেধড়ক মার। মেরে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত তৃণমূলকর্মী হাসপাতালে ভর্তি। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির।

দুপুর ২.৩০: পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একটি বুথে সিসিটিভি ক্যামেরা বিকল। মহকুমা শাসকের কাছে অভিযোগ তৃণমূল প্রার্থীর।

দুপুর ২.১০: দুপুর ১টা পর্যন্ত ৫ জেলায় ৫৫.১২ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ দিনাজপুরে ৫৮.৮৩ শতাংশ, মালদহে ৫৮.১০ শতাংশ, মুর্শিদাবাদে ৬০.৫০ শতাংশ, কলকাতায় ৪১.৬৬ শতাংশ ও পশ্চিম বর্ধমানে ৫০.৪৭ শতাংশ ভোট পড়েছে।

দুপুর ২.০২: দুর্গাপুর পশ্চিমে ১৪৭ নং বুথের কাছে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কমিশনের বেঁধে দেওয়া দূরত্বেই ক্যাম্প তৈরি হয়েছিল, দাবি তৃণমূলের। আধাসেনার লাঠিচার্জে আহত এক তৃণমূলকর্মী।

দুপুর ১.৪৩: দুর্গাপুর পূর্বের মলানদিঘিতে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। তৃণমূলের কার্যালয় থেকে খাবার বিলি চলছিল বলে অভিযোগ। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ আধাসেনার। অভিযোগ অস্বীকার তৃণমূলের।দলের কর্মীদের খাওয়ার জন্য় মুড়ি-চানাচুর ছিল কার্যালয়ে, দাবি তৃণমূল নেতৃত্বের।

দুপুর ১.৩৪: ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান৷

দুপুর ১.২১: সাগরদিঘির কড়াইয়া গ্রামে বুথের কাছে উনুন জ্বালিয়ে রান্না। তৃণমূলের উদ্যোগে রান্নার আয়োজন। খবর পেয়ে এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করে জমায়েত সরায় পুলিশ। মারধরে আহত দুই প্রবীণ নাগরিক।

দুপুর ১.১৫: আসানসোল দক্ষিণে ‘বহিরাগত’ ধরলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। প্রার্থীকে দেখেই পালানোর চেষ্টা ওই যুবকের। স্কুটির লুকিং গ্লাস চেপে ধরেন অগ্নিমিত্রা। বিজেপি কর্মীদের সঙ্গে ওই যুবকের তুমুল বচসা।

দুপুর ১.০৬: ভবানীপুরের ৭৪ নং বুথে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্য়ায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে৷

দুপুর ১.০৪: কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা রাজ্য়ের বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘিরে জয় শ্রী রাম স্লোগান বিজেপি কর্মী-সমর্থকদের।

দুপুর ১: বেকবাগানে উত্তেজনা। বুথের কিছুটা দূরে বেআইনি জমায়েত। লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে জমায়েত সরাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

বেলা ১২.৫২: সকাল ১১ টা পর্যন্ত রাজ্যের ৫ জেলার ৩৪ আসনে ৩৭.৭২ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ দিনাজপুরে ৩৯.৫৯ শতাংশ, মালদহে সকাল ১১টা পর্যন্ত ৪০.১০ শতাংশ, মুর্শিদাবাদে ৪২.৪৩ শতাংশ, কলকাতায় ২৭.৫৬ শতাংশ এবং পশ্চিম বর্ধমানে ৩৪.১৭ শতাংশ ভোট পড়েছে।

বেলা ১২.৫০: ভোট দিতে গিয়ে তিনজন জানতে পারলেন তাঁরা ‘মৃত’, সুতির ৭৪ নং বুথের ঘটনা। ভোটই দিতে পারলেন না তিন জন।

বেলা ১২.৩৪: মালদহের হবিবপুরের গিরিজাসুন্দরী হাইস্কুলের ২২০ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

বেলা ১১.৫৪:ভোটারদের বুথে নিয়ে গেল কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের পলাশডাঙার ২৩০ নম্বর বুথের ঘটনা। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়েই তৎপর আধাসেনা। গ্রামে গিয়ে ভোটারদের আশ্বস্ত করেন জওয়ানরা। কর্ডন করে ভোটারদের বুথে আনা হয়।

বেলা ১১.৪৮: রাসবিহারী কেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি৷ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে৷ আধাসেনা ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ তৃণমূলের৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপিকে ভোট দিতে বলছেন বলে অভিযোগ শাসকদলের নেতাদের৷

বেলা ১১.৪২: জামুড়িয়ায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে সিপিএম প্রার্থী ঐশী ঘোষ৷ জামুড়িয়ার ১৯৫ বুথের ঘটনা৷

সকাল ১১.১২: নিউ আলিপুরে শ্লীলতাহানির অভিযোগে আটক বিজেপি নেতা৷ বিজেপি নেতা মোহন রাও আটক৷ বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও৷ মহিলা ভোটারদের সঙ্গে অভব্য় আচরণ আধাসেনার, অভিযোগ তৃণমূলের৷

সকাল ১১.১২: আসানসোল দক্ষিণে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। প্রার্থীর সঙ্গে বেশি লোক থাকায় আপত্তি পুলিশের৷ তা নিয়েই পুলিশের সঙ্গে বচসা তৃণমূল প্রার্থীর৷ ‘লাঠিচার্জ করেছে পুলিশ’, অভিযোগ সায়নীর৷

সকাল ১১.১০: আসানসোল দক্ষিণের ২৮০, ২৮১ নং বুথে উত্তেজনা৷ ‘ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল, ২০০ মিটারের মধ্য়ে ক্য়াম্প করেছে শাসকদল৷ ভোট দিলে ভোটারদের ৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রতি তৃণমূলের ক্য়াম্প থেকে৷’ অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের৷ তৃণমূলকর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী৷

ভোট কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা অমান্যের অভিযোগে হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার বেশ কয়েকজন।

সকাল ১১.০২: মালদহের ৯১ নং বুথে বিজেপি এজেন্টকে বসতে ‘বাধা’। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।

সকাল ১১: জামুড়িয়ার সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষ ফেসবুক লাইভে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখালেন। সাউথ কেন্দা প্রাথমিক বিদ্যালয়ের বুথের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভব্য ব্যবহারের অভিযোগ করলেন জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী।

সকাল ১০.৪৬: ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ।

সকাল ১০.৪৪: রানিনগরে তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। রানিনগরের ২১৬ নং বুথ এলাকার ঘটনা। বহিরাগতরা জড়ো হয়েছিল ওই বাড়িগুলিতে। তাদের সরাতেই অভিযান, দাবি আধাসেনার। ভাঙচুরের অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় বাহিনীর।

হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ বাস্কের বিরুদ্ধে দলীয় উত্তরীয় পরে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।

সকাল ১০.৪০: গার্ডেনরিচে ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা কংগ্রেসের, অভিযোগ তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের।

সকাল ১০.৩৬: বুথে ঢুকে তৃণমূল এজেন্টের টুপি খোলালেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের ২৮৭ নং বুথের ঘটনা। ওই টুপিতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন অগ্নিমিত্রা।

সকাল ১০.২৬: মালদহের হবিবপুরে অবাক কান্ড! কেন্দুয়া ব্রতীদল গ্রামীণ সঙ্ঘ গ্রন্থাগারে ২৩০ নম্বর বুথের ভিতরেই বিজেপি প্রার্থীর নামে পোস্টার, দেওয়াল লিখন। সংবাদমাধ্যমে খবর সম্প্রচারের পরেই তৎপরতা কমিশনের। দেওয়াল লিখন মুছে দেওয়া হয়। খুলে নেওয়া হয় পোস্টার।

বাংলাদেশের দিনাজপুরের সঙ্গে সীমান্তে মিশে থাকা বিচ্ছিন্ন জমি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের উচা গোবিন্দপুর। বিএসএফ বর্ডার গেট খুলে দিতেই ভোট দিতে এলেন ভারতের মূল ভূখণ্ডের বাইরে থাকা ভোটাররা।

সকাল ১০.১০: রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তাঁর কেন্দ্রের চারটি বুথে তাঁকে আধাসেনা ঢুকতে দেয়নি বলে অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূল প্রার্থীর।

সকাল ১০.০৫: সকাল ৯টা পর্যন্ত ৫ জেলার ৩৪ আসনে ১৭.৯৫ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ দিনাজপুরে ১৮.৭০ শতাংশ, মালদহে ১৮.৮৪ শতাংশ, মুর্শিদাবাদে ১৯.৫৪ শতাংশ, কলকাতায় ১৩.০৯ শতাংশ ভোট পড়েছে। পশ্চিম বর্ধমানে সকাল ৯টা পর্যন্ত ১৭.০৭ শতাংশ ভোট পড়েছে।

সকাল ৯.৫৭: মাস্কের মধ্যে লুকিয়ে ভোটারদের টাকা বিলির অভিযোগ মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। বুধিয়া মাঝেরপাড়ার২৩৮ নম্বর বুথের ঘটনা। কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। টাকা বিলির অভিযোগ অস্বীকার কংগ্রেস প্রার্থীর।

হবিবপুরের বুলবুলচন্ডীতে ভোট লুঠেরাদের জমায়েত সরাতে তৎপরতা কেন্দ্রীয় বাহিনীর।

সকাল ৯.৪৯: ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। কংগ্রেস মদতপুষ্ট দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। জখম দম্পতিকে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাঁচল বিধানসভার ১৪৩ নম্বর বুথ খুরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।

সকাল ৯.৪৬: আসানসোল দক্ষিণে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

সকাল ৯.৪১: মালদহের মালতীপুর বিধানসভার ১৮৮ নম্বর বুথের পাশে তৃণমূলের কর্মী-সমর্থকদের ওপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মালতীপুরের যদুপুরে উত্তেজনা।

ভোট দিলেন বালিগঞ্জের বাম প্রার্থী ফুয়াদ হালিম।

সকাল ৯.১৬: বালিগঞ্জে বিজেপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদ। পুলিশের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্য়ায়ের। ‘পোলিং এজেন্টদের ভয় দেখানো হচ্ছে। বুথ ক্য়াম্প করতে দিচ্ছে না৷’ অভিযোগ বিজেপি প্রার্থীর৷

সকাল ৯.১৪: মালদহের হরিশ্চন্দ্রপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার বিজেপির

চাঁচোলে তৃণমূল সমর্থক দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ।

সকাল ৯.১১: ভোট দিয়েছেন বালিগঞ্জের বাম প্রার্থী ফুয়াদ হালিম। ভোট দিয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।

সকাল ৯.১০: ভোটের দিনে বালিগঞ্জের মন্দিরে পুজো দিলেন সুব্রত মুখোপাধ্যায়।

সকাল ৯.০৬: বারাবনিতে সিপিআইএমের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে মারধরের অভিযোগ। ওই এজেন্ট বুথে ঢুকতে পারেননি বলে অভিযোগ তৃণমূলের।

সকাল ৮.৫৫:  পশ্চিম বর্ধমানের বারাবনিতে সংযুক্ত মোর্চার এজেন্টকে মারধরের অভিযোগ

ভোট দিলেন কুলটির বাসিন্দা তথা নন্দীগ্রামের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জী ।

সকাল ৮.৫৪: মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ ওড়াল নির্বাচন কমিশন।

সকাল ৮.৪৪: কলকাতার ওয়াটগঞ্জে বিজেপির তিন এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।

রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মলয় ঘটক ভোট দিলেন।

সকাল ৮.০৩: ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের মিত্র ইন্সটিটিউশনে ভোট দিয়েছেন অভিষেক। ‘একটি দলকে সুবিধা করে দিতেই আট দফায় ভোট’। ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সকাল ৮.০৩: ভোটের দিনে গার্ডেনরিচে বেআইনি জমায়েত। সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

গাজোলের পান্ডুয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে তৃণমূলনেত্রীর পোস্টার লাগানো বাইক
সরিয়ে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা।

জমায়েতকারীদের।

সকাল ৭.৪৯: গতরাতে কলকাতা বন্দর চত্বর কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে ১৯ টি তাজা বোমা উদ্ধার। হুগলি জুটমিলের কাছ থেকে উদ্ধার হয় ১৯টি তাজা বোমা।

সকাল ৭.৪২: পোলিং এজেন্টকে কেনার চেষ্টা বিজেপির, অভিযোগ কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের।

দূরত্ব বিধি মেনে ভোটদান পর্ব। ভবানীপুরের একটি বুথের ছবি।

সকাল ৭.৪১: রাসবিহারীতে কংগ্রেস প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহনীর বিরুদ্ধে।

সকাল ৭.৩৫: মুর্শিদাবাদের তেঁতুলিয়ায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি৷ গতরাতে এলাকায় ব্য়াপক বোমাবাজি হয়৷ জখম হন এক মহিলা৷ সকালে এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে টহলদারি আধাসেনার৷

সকাল ৭.৩৩: মালদহের চাঁচলে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতাকে মারধর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। দলের কাজ সেরে বাড়ি ফেরার পথে হামলা। হাসপাতালে ভর্তি ওই বিজেপি নেতা। থানায় অভিযোগ দায়ের। বিজেপির অভিযোগ অস্বীকার শাসকদলের।

মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সকাল ৭.৩১: ভোট দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্য়ায়৷

সকাল ৭.১০: মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ।

ভোট দিলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

সকাল ৭.০৮: ‘মুর্শিদাবাদের সুতিতে বিজেপিকে ভোট দিতে বলছে আধাসেনা’, অভিযোগ ভোটারদের একাংশের। প্রতিবাদে বিক্ষোভ। প্রতিক্রিয়া মেলেনি কেন্দ্রীয় বাহিনীর।

সকাল ৭.০৬: মুর্শিদাবাদের রানিনগরে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।

আসানসোলের একটি বুথের ছবি।

সকাল ৭:সপ্তম দফায় পাঁচ জেলার ৩৪ আসনে ভোট শুরু

সকাল ৬.৫৭: ভোটের আগে মুর্শিদাবাদ থানার আইসি বদল। দায়িত্বে এলেন নীহাররঞ্জন রায়।

বুথ পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

সকাল ৬.৩৭: মুর্শিদাবাদের তেঁতুলিয়ায় রাতভর বোমাবাজি। বোমাবাজিতে জখম মহিলা কংগ্রেস সমর্থক। ভর্তি হাসপাতালে। ভোটারদের ভয় দেখাতেই বোমাবাজি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ ওড়াল শাসকদল।

সকাল ৬.৩২: গতকাল রাতে ভাটপাড়ার গুপ্তারবাগানে বোমাবাজি। বোমাবাজির সময় বাড়ির ছাদে ছিলেন অনুরাগ সাউ নামে ওই কলেজ ছাত্র। দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।

রক্ষীর হাতে বন্দুক। স্বাস্থ্যকর্মীর হাতে ফায়ার গান। ভোট রক্ষা আর করোনা প্রতিরোধ দুটোই চলছে। দক্ষিণ দিনাজপুরের একটি বুথের ছবি।

সকাল ৬.২৯: ভোটের আগের দিন রাতে রতুয়া থানার সামনে ধর্নায় নির্দল প্রার্থী। ১০ এজেন্টকে আটক করার প্রতিবাদে ধরনা প্রার্থীর। ভোটারদের হুমকির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সকাল ৬.২৫: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা এলাকায় বোমাবাজি। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। বোমাবাজির অভিযোগ অস্বীকার তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.