তুষারপাতে বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচল প্রদেশের রাজধানী শিমলা। গাছ, বাড়ির ছাদ সবকিছু বরফে ঢেকে যায়। একটানা বৃষ্টিতে শিমলার সাঞ্জুলি এলাকায় ভেঙে পড়ে একটি চার-তলা বাড়ি। যদিও বাড়ি ভেঙে পড়ার ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কারণ, আগে থেকেই বাড়িটি খালি ছিল। তুষারপাতের কারণে কিন্নর জেলার রালি এলাকায় অবরুদ্ধ হয়ে পড়ে ৫ নম্বর জাতীয় সড়ক। হিমাচল প্রদেশের শিমলা ছাড়াও এদিন তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ ধাম, ঘাঙগারিয়া এবং মানা গ্রামে। সাদা বরফের চাদরে ঢেকে যায় বদ্রীনাথ ধাম।আবার হালকা বৃষ্টিতে মনোরম আবহাওয়া ফিরেছে দিল্লি ও চণ্ডীগড়ে। শুক্রবার সকালেই বৃষ্টি হয় দিল্লি ও চণ্ডীগড়ে। দিল্লিতে তাপমাত্রার পারদ নেমে যায় ২২ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি, নতুন দিল্লি, মধ্য দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি সর্বত্র এদিন বৃষ্টি হয়েছে। সকাল ৮.৩০-এ আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। সকালে মেঘে ঢাকা ছিল চণ্ডীগড়ের আকাশ।
2021-04-23