ডিএমকে এবং কংগ্রেস পরিবারতান্ত্রিক মূল্যবোধের দল। তাঁরা গণতন্ত্রে মোটেও বিশ্বাসী নয়, তাই তামিলনাড়ু এবং ভারত দু’বার তাঁদের প্রত্যাখ্যান করেছেন। শনিবার তামিলনাড়ুর মোদাকুরিচির জনসভা থেকে এভাবেই ডিএমকে ও কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নাড্ডা বলেছেন, “আমাদের বিরোধীরা তামিলনাড়ুকে অপমান করার চেষ্টা করছে। ডিএমকে এবং কংগ্রেস পরিবারতান্ত্রিক মূল্যবোধের দল। তাঁরা গণতন্ত্রে বিশ্বাসী নয়, তাই তামিলনাড়ু এবং ভারত দু’বার তাঁদের প্রত্যাখ্যান করেছেন। এআইএডিএমকে এবং বিজেপির মতো গণতান্ত্রিক দল আপনাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলবে। ২জি, ৩জি, ৪জি, এবং জিজাজির জন্য পরিচিত ডিএমকে ও কংগ্রেস।” নাড্ডা বলনে, “মোদীজি হলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি শ্রীলঙ্কার জাফনাতে গিয়েছিলেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন মোদীজি এবং তামিল সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকেন তা নিশ্চিত করেছিলেন। স্ট্যালিন কখনও কারুপ্পার কোট্টামের নিন্দা করেননি। মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মৎস্যজীবীদের উপর গুলি চালানোর ঘটনা থেমেছে।”
নাড্ডা এদিন বলেন, “তামিলনাড়ুকে ১১টি মেডিক্যাল কলেজ দেওয়া হয়েছে, গোটা দেশের মধ্যে তামিলনাড়ুতেই সর্বাধিক। মুদ্রা যোজনার সবথেকে বেশি সুবিধাভোগী তামিলনাড়ু থেকেই। রেশমের জন্য, এক্ষেত্রে ১,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মেট্রো রেলের জন্য ৩,৭৭০ কোটি টাকা দেওয়া হয়েছে, রেলের জন্য ২০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।” নাড্ডা আরও বলেন, “তামিলনাড়ুকে মূলস্রোতে ফিরিয়ে এনেছেন মোদীজি। ১৩ তম বেতন কমিশনে মাত্র ৯৪ হাজার কোটি টাকা পেয়েছিল তামিলনাড়ূ, কিন্তু মোদীজির নেতৃত্বে ১৪ তম বেতন কমিশনে তামিলনাড়ু পেয়েছে ৫.৪২ লক্ষ কোটি টাকা। প্রতিরক্ষা করিডোরের জন্য ৭ লক্ষ কোটি টাকা দিয়েছেন মোদীজি, এর ফলে যুবকদের কাজের সংস্থান হবে।”
2021-04-03