অসমের জোরহার বিমান বন্দর থেকে টেক অফ করা বায়ুসেনার বিমান AN32 এর ধ্বংসাবশেষ পাওয়া গেলো। সংবাদ মাধ্যম ANI এর অনুযায়ী, অরুনাচল প্রদেশের যেখান থেকে এই বিমান উড়েছিল, তাঁর ১৫-২০ কিমি দূরে এই বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার দল এই তল্লাশি অভিযান চালাচ্ছে।
বায়ুসেনার তরফ থেকে জারি করা একটি বয়ানে বলা হয়েছে যে, যেই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে সেখানে IAF Mi-17 হেলিকপ্টার দ্বারা অনুমানিত An32 এর ধ্বংসাবশেষ ১৬ কিই উত্তরে আনুমানিক ১২ হাজার ফুট উঁচুতে পাওয়া গেছে।
৩ রা জুন অসমের জোরহার এয়ারবেস থেকে আকাশে উড়ে যাওয়ার পর ভারতীয় বায়ুসেনা বিমান An32 নিখোঁজ হয়ে যায়। এই বিমান দুপুর ১২ঃ৪৫ মিনিটে আকাশে উড়ে গেছিল, আর শেষ বার ১ টা নাগাদ এর সাথে যোগাযোগ হয়েছিল। বিমানে চালক দলের আট সদস্য এবং ৫ জন যাত্রী ছিল।
এর আগে বায়ুসেনার বিমান An32 এর খোঁজ দিতে পারলে সেই ব্যাক্তিকে নগদ ৫ লক্ষা টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল বায়ুসেনা। এই ঘোষণা এয়ার মার্শাল আর.ডি মাথুর এওসি কম্যান্ড, ইস্টার্ন এয়ার কম্যান্ড করেছিল। উনি বলেছিলেন নিখোঁজ An32 বিমানের সঠিক খোঁজ যদি কেউ দিতে পারে, তাহলে তাঁকে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
এই নিখোঁজ বিমানের তল্লাশি প্রায় ২৫০০ বর্গ কিমি এলাকা জুড়ে করা হয়েছে। রাশিয়া নির্মিত এই বায়ুসেনার বিমান অরুনাচল প্রদেশের শি-ইয়মি জেলার মেচুকা অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে যাওয়ার জন্য সোমবার দুপুর ১২ঃ২৫ নাগাদ অসম থেকে রওনা দিয়েছিল।