পশ্চিমবঙ্গে হিংসা ও জঙ্গলরাজ চলতে দেবে না ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তৃণমূলের দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। শুক্রবার পূর্ব মেদিনীপুরের জনসভায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শিবরাজ বলেছেন, “তৃণমূলের দুষ্কৃতীদের আমি সতর্ক করে দিচ্ছি, “২ মে-র পর দিদির যখন বিদায় হবে, তখন আমরা তাঁদের উচিত শিক্ষা দেব এবং কাউকে রেয়াত করা হবে না। এই হিংসা, আতঙ্ক ও জঙ্গলরাজ চলতে দেবে না বিজেপি।”
বিভিন্ন শব্দবন্ধ এই মুহূর্তে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি। তৃণমূল বলছে “খেলা হবে”। বিজেপি বলছে “পরিবর্তন চাই”। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম নিয়ে খোঁচা দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। শুক্রবার পূর্ব মেদিনীপুরের জনসভায় তৃণমূলকে কটাক্ষ করে শিবরাজ বলেছেন, “টিএমসি-র অপর একটি অর্থ হল-সন্ত্রাস, খুন ও দুর্নীতি।” পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকার জনসভায় এদিন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)-কে একনায়কের সঙ্গেও তুলনা করেছেন শিবরাজ সিং চৌহান। শিবরাজের কথায়, “আমার মতে, দিদি শব্দের ‘ডি’ মানে ডিক্টেটর (একনায়ক)। দিদি একজন একনায়কই। ‘আই’ অর্থাৎ জনগণের প্রতি অসংবেদনশীল, ‘ডি’ মানে ভয়ের পরিবেশ তৈরির করার কাজ এবং ‘আই’ মানে অযোগ্য মুখ্যমন্ত্রী। ১৯০৬ সালে পশ্চিমবঙ্গকে বিভক্ত করেছিল ব্রিটিশরা এবং এখন দিদি সোনার বাংলাকে হিন্দু ও মুসলিমে বিভক্ত করছেন।”এদিন জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি ময়না বিধানসভার অন্তর্গত পরমানন্দপুরে শ্রী কৃষ্ণ মন্দিরে পূজার্চনা করেছেন শিবরাজ সিং চৌহান। শ্রী কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন শিবরাজ। ভগবানের কাছে তিনি মমতার কুশাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার জন্য প্রার্থনা করেছেন।
2021-03-19