এখনও সাবধান না হলে লকডাউন জারি হতে পারে গোটা রাজ্যে, জানালেন উদ্ধব ঠাকরে

এখনও সাবধান না হলে লকডাউন জারি হতে পারে গোটা রাজ্যে, জানালেন উদ্ধব ঠাকরে

সম্পূর্ণ লকডাউন ঘোষণার পরপরই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়ে দিলেন যে, অন্যান্য জায়গায়ও লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে সরকার৷ মহারাষ্ট্রে যেভাবে ফের করোনার প্রকোপ বাড়ছে, তাতে আবার লকডাউনের ভাবনা চিন্তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ উদ্ধভ ঠাকরে জানিয়েছেন যে, আরও ২-৩টি জায়গায় করোনা সংক্রমণ বাড়ছে৷ তাই সাধারণ মানুষ যদিও এখনও সচেতন না হন, তা হলে রাজ্যে লকডাউনের ভাবনা চিন্তা করা হবে৷ স্পষ্ট জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ বুধবার মহারাষ্ট্রে ১৩৬৫৯ জন করোনা আক্রান্ত হন৷

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট ২২৫২০৫৭জন করোনা আক্রান্ত হয়েছেন৷ বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের৷ এই নিয়ে মহারাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা ৫২৬১৯জন৷ শুধুমাত্র মুম্বইয়ে এক সপ্তাহে ১০০০জনের করোনা সংক্রমণের খবর মিলছে৷ এবার সেই সংখ্যাটা পৌঁছেছে ১৫৩৯জন এবং মৃত্যু হয়েছে ৫জনের৷ এর ফলে মুম্বইয়ে করোনা সংক্রমণ হয়েছে ৩৩৭১২৪জনের এবং মৃত্যু হয়েছে ১১৫১৫ জনের৷

এরপরও জনতার মধ্যে কোনও সচেতনতা নজরে আসছে না বলেই দাবি করেছেন সরকারি আধিকারিকরা৷ তাঁদের বক্তব্য যে, এখনও যদি করোনা বিধি খুব নিয়ম করে না মানা হয়, তাহলে লকডাউন ছাড়া কোনও উপায় থাকবে না৷ তবে সব রকম নিয়ম মেনে চললে এমন পদক্ষেপ নিতে হবে না৷

ইতিমধ্যেই নাগপুরে ১৫ থেকে ২১ মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা করা হয়েছে৷ গত মাস থেকেই সেখানে করোনার বাড়বাড়ন্ত চলছে৷ লকডাউনের ঘোষণার সঙ্গে সঙ্গে জানানো হয় যে, বেসরকারি অফিস বন্ধ থাকবে৷ সরকারি অফিসে ২৫ শতাংশ উপস্থিতি থাকবে৷ জরুরি পরিষেবা এবং মুদি দোকানগুলি খোলা থাকবে৷ তবে মদ বিক্রি হবে শুধুমাত্র অনলাইনে৷ বুধবার নাগপুরে নতুন করে ১৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১৬২০৫৩তে৷ ১২১৬৬ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.