সম্পূর্ণ লকডাউন ঘোষণার পরপরই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়ে দিলেন যে, অন্যান্য জায়গায়ও লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে সরকার৷ মহারাষ্ট্রে যেভাবে ফের করোনার প্রকোপ বাড়ছে, তাতে আবার লকডাউনের ভাবনা চিন্তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ উদ্ধভ ঠাকরে জানিয়েছেন যে, আরও ২-৩টি জায়গায় করোনা সংক্রমণ বাড়ছে৷ তাই সাধারণ মানুষ যদিও এখনও সচেতন না হন, তা হলে রাজ্যে লকডাউনের ভাবনা চিন্তা করা হবে৷ স্পষ্ট জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ বুধবার মহারাষ্ট্রে ১৩৬৫৯ জন করোনা আক্রান্ত হন৷
এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট ২২৫২০৫৭জন করোনা আক্রান্ত হয়েছেন৷ বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের৷ এই নিয়ে মহারাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা ৫২৬১৯জন৷ শুধুমাত্র মুম্বইয়ে এক সপ্তাহে ১০০০জনের করোনা সংক্রমণের খবর মিলছে৷ এবার সেই সংখ্যাটা পৌঁছেছে ১৫৩৯জন এবং মৃত্যু হয়েছে ৫জনের৷ এর ফলে মুম্বইয়ে করোনা সংক্রমণ হয়েছে ৩৩৭১২৪জনের এবং মৃত্যু হয়েছে ১১৫১৫ জনের৷
এরপরও জনতার মধ্যে কোনও সচেতনতা নজরে আসছে না বলেই দাবি করেছেন সরকারি আধিকারিকরা৷ তাঁদের বক্তব্য যে, এখনও যদি করোনা বিধি খুব নিয়ম করে না মানা হয়, তাহলে লকডাউন ছাড়া কোনও উপায় থাকবে না৷ তবে সব রকম নিয়ম মেনে চললে এমন পদক্ষেপ নিতে হবে না৷
ইতিমধ্যেই নাগপুরে ১৫ থেকে ২১ মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা করা হয়েছে৷ গত মাস থেকেই সেখানে করোনার বাড়বাড়ন্ত চলছে৷ লকডাউনের ঘোষণার সঙ্গে সঙ্গে জানানো হয় যে, বেসরকারি অফিস বন্ধ থাকবে৷ সরকারি অফিসে ২৫ শতাংশ উপস্থিতি থাকবে৷ জরুরি পরিষেবা এবং মুদি দোকানগুলি খোলা থাকবে৷ তবে মদ বিক্রি হবে শুধুমাত্র অনলাইনে৷ বুধবার নাগপুরে নতুন করে ১৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১৬২০৫৩তে৷ ১২১৬৬ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন৷