# বিদেশি ব্যাঙ্ক ও এয়ারক্রাফ্ট লিজিং কোম্পানিকে কর নিয়ে উৎসাহ
# বিদেশি বিনিয়োগের জন্য জিরো কুপোন বন্ড যাতে বাজারে আসে, তার ব্যবস্থা
# এনআরআইদের জন্য ডাবল ট্যাক্সেশন যাতে না হয় তার জন্য নিয়মের পরিবর্তন
# ৫০ লক্ষ বা তার বেশি লুকিয়ে রাখা হয়েছে, সেটি রিওপেন করার জন্য চিফ কমিশনারের অনুমতি
# ট্যাক্স অ্য়াসেসমেন্ট ৬ বছরের মধ্যে রিওপেন করা যেত, এখন ৩ বছরের মধ্যে রিওপেন করতে হবে
# ৭৫ ও তার বেশি বয়সের জন্য সুদের উপর সম্পূর্ণ ছাড়
# ১৭টি রাজ্যকে ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা রেভিনিউ ডেফিসিট গ্রান্ট
# রাজ্যগুলি ৪১ শতাংশ করের শেয়ার পাবে
# ফুড কর্পোরেশনের লোনকে আওতাভুক্ত করা হয়েছিল। এবার তা বন্ধ করা হচ্ছে
# রাজ্যগুলিকে ৪ শতাংশ ধার করার অনুমতি
# এ বছরের প্রথমে মহামারী শুরুর ছোট ও মাঝারি প্যাকেজ ঘোষিত হয়েছে। এখন স্বাস্থ্য সংকট কমেছে। এখন চাহিদা বাড়ানো প্রয়োজন
# চা শ্রমিকদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ
# গোয়ায় পর্তুগিজদের থেকে স্বাধীনতা পালিত হচ্ছে তার জন্য বরাদ্দ
# ন্যাশনাল নার্সিং কমিশন তৈরি
# ৪ হাজার কোটি টাকা ৫ বছরের জন্যবরাদ্দ। এই টাকা সমুদ্রের সম্মদ আবিষ্কারের জন্য ব্যয়
# ৪ জন ভারতীয় মাহাকাশচারীকে ট্রেনিং দেওয়া হচ্ছে
# ইন্টারনেটে তথ্য ভারতীয় মূল ভাষাগুলিতে পাওয়া যাবে।
# ডিজিটাল ট্রানজাকশনের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ যাতে ডিজিটাল মোড অফ পেমেন্ট বিস্তৃত
# জাপানি ভোকেশনার স্কিম পাওয়ার জন্য চুক্তিবদ্ধ
# আরবের সঙ্গে পার্টনারশিপ। যাতে ট্রেনি বিনিময় করতে পারি
# তপশিলি জাতিদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বাড়ানো হল। ৪ কোটি পড়ুয়া উপকৃত
# তপশিলি এলাকায় ৭৫৮টি নতুন বিদ্যালয়
# লাদাখে উচ্চশিক্ষার জন্য বরাদ্দ
# কেন্দ্র সরকারের আওতায় যে প্রতিষ্ঠানগুলি এর আওতায় আসবে
# উচ্চশিক্ষার জন্য নতুন কমিশন। এদের আওতায় বিশ্ববিদ্যালয়, কলেজ- সবই থাকবে
# ১৫ হাজার স্কুলকে নতুন এডুকেশন পলিসি দেওয়া হবে।
# স্ট্যান্ড আপ ইন্ডিয়া বলে নতুন প্রকল্প। এর জন্য মার্জিন মানি ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হল
# মেয়েরা সমস্ত ক্য়াটেগরিতে কাজ করবেন। তার জন্য উপযুক্ত নিরাপত্তা থাকবে।
# ৩২টি রাজ্যে এই প্রকল্প চালু হবে
# পরিযায়ী শ্রমিকদের ‘ওয়ান নেশন ওয়ারশ কার্ড’ প্রকল্প চালু হবে। পরিবার থেকে দূরে থাকলেও সুবিধা মিলবে
# আধুনিক মৎস্যচাষের জন্য বরাদ্দ বাড়ছে
# কৃষিক্ষেত্রে পরিকাঠামো নির্মাণের পরিকাঠামো বাড়ানো
# ১.৮৬ কোটি কৃষক ইন্যাম নামক অনলাইন বাজারের জন্য উপকৃত হচ্ছেন
# কৃষকদের জন্য ১৫.৫ লক্ষ কোটি টাকা ধার দেওয়া হচ্ছে। এর মধ্যে মৎস্যজীবীরাও রয়েছে
# ধানের জন্য ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা পাবেন কৃষকরা।
# গমের জন্য ৭৫ হাজার কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে। ৪৩.৬ লক্ষ কৃষক এর ফলে উপকৃত হয়েছেন।
# কৃষি ক্ষেত্রে এমএসপিকে কস্ট অফ প্রোডাকশনের দেড়গুণ দেওয়া হবে ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে
#মাল্টি স্টেট কো-অপারেটিভের প্রসার ঘটবে
# ১৫ ফিনান্স কমিশনের সুপারিশ অনুযায়ী সেন্ট্রালি স্পনশরড প্রকল্পগুলিকে বাড়ানো হচ্ছে
# ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা ডিসইনভেস্টমেন্ট থেকে পাওয়া যাবে।
# এয়ারইন্ডিয়া, বিপিসিএল, পবনহংয়ের বেসরকারিকরণ
# যে সব সরকারি সংস্থা লাভ করতে পারছে না তাদের বিক্রি করা হবে
# রাজ্যগুলিকে বলছি যে জমি পড়ে রয়েছে তাকে মনিটাইজ বা বিক্রি করা হোক। এর ফলে যে টাকা পাওয়া যাবে সেটি বিনিয়োগ করা সম্ভব হবে
# চারটি ক্ষেত্রে ডিসইনভেস্টমেন্ট করব। এটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নীতি আয়োগকে অনুরোধ
# ২০২১-২২ সালে এলআইসি শেয়ার বাজারে বিক্রি হবে।
# করোনা সত্ত্বেও পণ্য পরিবহণ চালু রেখেছি।
# ২০ হাজার কোটি টাকা ফিনানশিয়াল ক্যাপিটাল কনসিডারেশনের জন্য বরাদ্দ
# ইনসিওয়েরেন্স অ্যাক্ট পালটে কোম্পানিতে ৪৯ শতাংশের বদলে ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগ
# ১ হাজার কোটি টাকা সোলার এনার্জি খাতে বরাদ্দ
# গোল্ড এক্সচেঞ্জ ও কোমোডিটি মার্কেটের বিনিময়কে শক্তিশালি করা হবে
# কর্পোরেট বন্ড মার্কেটকে আরও শক্তিশালি
# সেবি অ্য়াক্টকে পরিবর্তন করা হচ্ছে। সিকিউরিটি অ্যাক্ট ও গর্ভমেন্ট সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তন
# শহরের গ্যাস ডিস্টিবিউশন নেটওয়ার্ক উন্নত করা হবে
# পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে উজ্জ্বলা প্রকল্প আরও বিস্তৃত করা হবে যাতে আরও ১ কোটি মানুষ উপকৃত হয়
# এর ফলে ১.৫ লক্ষ কর্মসংস্থান
# ইউরোপ ও জাপান থেকে আরও জাহাজ ভারতে এনে তাদের পুনর্নির্মাণ
# ভারতে পুরনো জাহাজগুলি রিসাইকেল করার চেষ্টা চলছে। ৯০ টি পুরনো জাহাজ নতুন করে সাজানোর চেষ্টা
# কিছু সাবসিডি এই খাতে দেওয়া হবে। এই খাতে ১ হাজার কোটির বেশি টাকা ৫ বছরের জন্য বরাদ্দ
# বড় বন্দরগুলি বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। ব্য়াবস্থাপনায় থাকবে বেসরকারি কোম্পানিগুলি।
# ন্যাশনাল হাইড্রোজেন এনার্জি মিশন আনছি এ বছর। এখান থেকে হাইড্রোজেন তৈরি হবে
# বিদ্যুৎ সরবরাহকে মনোপলি রয়েছে। আমরা একের বেশি ডিস্ট্রিবিউশন কোম্পানি আমার কথা বলছি যাতে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকে ও ক্রেতারা উপকৃত হয়।
# বিদ্যুতিকরণের ফলে ২.৮ কোটি মানুষ উপকৃত হয়েছেন
# ২০ হাজার বাস রাস্তায় নামবে
# মেট্রো ও বাস সার্ভিসের জন্য জন্য ১৮ হাজার কোটি বরাদ্দ
# ১ লক্ষ ২৫ হাজার কোটি রেলের জন্য বরাদ্দ। ১ লক্ষ কোটিরও বেশি মূলধন খাতে ব্যয়
# ট্রেন প্রটোকশন সিস্টেম দেশি প্রযুক্তিতে তৈরি। সেটি কার্যকর করা হবে
# কোচের আধুনীকিকরণ। নিরাপত্তাজনিত পদক্ষেপ
# ১০০ শতাংশ ব্রডগেট রোডর বৈদ্যুতিকরণ
# পশ্চিবঙ্গের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ
# সোননগর-গোমো সেকশনে করিডোর। গোমো থেকে ডানকুনি লাইন তৈরি। ভবিষ্যতে খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডোর
# রেলের জন্য জাতীয় রেল প্ল্যান তৈরি হয়েছে। এর সঙ্গে মেক ইন ইন্ডিয়া প্রকল্প যুক্ত। যাতে দেশের বিভিন্ন অঞ্চলে অন্য পরিবহন সহজ হয়
# ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা মূলধনী খাতে ব্যয় এই কারণে বরাদ্দ
# অসমে ১৯০০০ কিমি রাস্তা মেরামত। ১০০০ কিমিরও বেশি জাতীয় সড়ক রয়েছে
# ৬৭৫ কিমি রাস্তা পশ্চিমবঙ্গে তৈরি হবে। কলকাতা থেকে শিলিগুড়ি রাস্তার মেরামতি হবে।
# ১৩ হাজার কিমি রাস্তা তৈরি হয়েছে। ৫.৩ লক্ষ কোটি টাকা এর জন্য বরাদ্দ। আরও ৮৫০০ কিমি রাস্তা তৈরি করব। এর মধ্যে ইকোনমিক করিডোরও রয়েছে। ৩৫০০ কিমি রাজ্য সড়ক তামিলনাড়ুতে তৈরি হবে। এর মধ্যে মাদুরাই কল্যাণ করিডোর রয়েছে। ১১০০ কিমি রাস্তা কেরলে তৈরি হবে। ৬০০০ কিমি মুম্বই-কন্যাকুমারী রাস্তা।
# ২০২১-২২ এর জন্য মূলধন খাতে বিরাট খরচ বাড়ানোর কথা ভাবছি। এর জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ
# ক্যাপিটাল এক্সপেনডিচারের জন্য ৪.২১ লক্ষ কোটি টাকা বরাদ্দ
# এয়ারপোর্ট, রেল ও অন্যান্য পরিকাঠামো ও স্পোর্টস স্টেডিয়াম আছে
# কতটা অ্যাসেট তৈরি হল তা নির্ণয়ের জন্য প্রচেষ্টা করছি
# পরিকাঠামোর ক্ষেত্রে ঋণ নেওয়া প্রয়োজন। ৩ বছর ৫ লক্ষ কোটি টাকা ধার নিতে হবে। বিদেশি বিনিয়োগ থাকতে পারে
# ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইনে ৬ হাজারেরও বেশি প্রকল্প। এর মধ্যে ২১৭টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে।
# বস্ত্রশিল্পের জন্য আলাদা পার্ক। সেখানে বিশ্ব মানের পরিকাঠামো। যাতে এখন থেকে রপ্তানি হয় ও কর্মসংস্থান হয়
# ম্যানুফ্য়াকচারিংয়ে নজর। যাতে বিশ্বের বাজারে টিকে থাকতে পারে
# স্বাস্থ্য খাতে ১৩৭ শতাংশ বৃদ্ধি
# ৩৫ হাজার কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ। সব মিলিয়ে স্বাস্থ্য খাতে ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দ
# পুরনো যান যাতে দূষণ না ছড়াতে পারে তার জন্য তাদের তাড়াতাড়ি বাতিল করা হবে। ২০ বছর পর ব্যক্তিগত যান বাতিল।
# ২ হাজার কোটির বেশি বরাদ্দ হচ্ছে পরিমণ্ডলকে শুদ্ধ করতে
# স্বচ্ছ্ব ভারতে ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ
# WHO বারবার পরিষ্কার জল ও আবহওয়ার কথা বলেছে, সেদিকে নজর। ২.৮৬ কোটি মানুষ কলের জল পাবেন। এর জন্য ২.৮৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ
# ৬০২টি জেলা উপকৃত। সমস্ত জেলায় স্বাস্থ্য ল্যাবরেটরি
# ৫৪ হাজার কোটি টাকা এই খাতে বরাদ্দ করা হল। আদামী ৬ বছরে খরচ হবে। এই টাকা দিয়ে জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালি করা হবে। এর ফলে গ্রামের ১৭ হাজার ও শহরের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে পুনরুজ্জীবিত করা হবে। ২০টি শহরে স্বাস্থ্যর দিক নজর রাখতে প্রতিষ্ঠান।
# আমাদের লক্ষ্য স্বাস্থ্য, মানব সম্পদকে তৈরি করা
#কম বয়সীদের জন্য নতুন সম্ভাবনা
# কৃষকদের আয় দ্বিগুণ করা হবে
# আমরা ব্রিকস ও জি ২০-র অংশ। আন্তর্জাতিক সোলার এনার্জি চুক্তির অংশ
# করোনা কালে আরবিআই ২৭ লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা করে
# আমাদের সরকার অর্থনীতির পুনরুত্থানের জন্য দায়বদ্ধ
# এই বাজেট ডিজিটাল বাজেট
# আরও ২টি নতুন টিকা আমরা শীঘ্রই পাব
# প্রধানমন্ত্রী দরিদ্র মানুের জন্য যে আর্থিক প্রকল্প ঘোষণা করেছেন তা আমরা ৫টি ছোট ছোট বাজেটে প্রকাশ করেছি
# রেল, পাব্লিক ট্রান্সপোর্টের কর্মচারী, ব্য়াঙ্ককর্মী, মিলিটারি তাদের কাজ করতে হয়েছে। আমরা তাদের পরিষেবাকে আন্তরিক কৃতজ্ঞতা
# প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা করেছিলেনষ তাতে ১৮ মিলিয়ন পরিবার উপকৃত হয়েছে
# এক অভূতপূর্ব পরিস্থিতিতে এই বাজেট তৈরি হয়েছে
# বাজেট পেশ শুরু নির্মলা সীতারামণের
# কৃষি নিয়ে অর্ছমন্ত্রীর বক্তব্য বিঘ্নিত ঘটাতে পারে আম আদমি পার্টি ও আকালি দল
# সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
# বাজেট পেশের আগে শুরু কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। পৌরহিত্য করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
# সংসদে পৌঁছলেন নির্মলা সীতারমণ
# সংসদে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন
# অর্থমন্ত্রক থেকে রওনা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর
# এই প্রথম বাজেট পেশে কোনও কাগজ ব্যবহার করা হবে না, বাজেটের কপি পাওয়া যাবে অনলাইনে। ঐতিহ্যবাহী বহি খাতা বাদ, এবারের বাজেট ডিজিটাল ও পেপারলেস। জানাল অর্থমন্ত্রক
# অর্থমন্ত্রকে হাজির হলেন নির্মলা সীতারমণ
# অনুরাগ ঠাকুর জানান, এবারের বাজেট সবার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের চাহিদা পূরণে সমর্থ হবে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট বলে আশা করছে কেন্দ্র। সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্র সামনে রেখে দেশকে নতুন দিশা দেখাবে বাজেট। দেশের অর্থনৈতিক ভিতকে চাঙ্গা করে তাকে সঠিক ট্র্যাকে নিয়ে আসাই লক্ষ্য।
# হাজির হলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর
#কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সামনে বড়সড় চ্যালেঞ্জ। এবারের বাজেট বেশ কয়েকটি কঠিন পরিস্থিতির মুখোমুখি