ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দশকের দিকে আলোকপাত করেই এই বাজেট অধিবেশনে আলোচনা হওয়া উচিত। শুক্রবার বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড পরিস্থিতি, কৃষক বিক্ষোভের মধ্যেই শুক্রবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। এদিন সকালেই সংসদে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সংসদ চত্বরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দশককে পুরোপুরি কাজে লাগানো উচিত।
প্রধানমন্ত্রীর কথায়, ‘‘নতুন দশকের প্রথম অধিবেশন শুরু হচ্ছে শুক্রবার থেকে। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণ করার সুবর্ণ সুযোগ এসেছে দেশের কাছে। এই দশককে পুরোপুরি কাজে লাগানো উচিত। এই কথা মাথায় রেখে, এই দশকের দিকে আলোকপাত করে এই অধিবেশনে আলোচনা হওয়া উচিত। এই অধিবেশনে আলোচনার মধ্যে দিয়ে উঠে আসুক অমৃত। আমার বিশ্বাস জনগণের আশা-আকাঙ্খা পূরণে আমরা কোনও খামতি রাখব না।”একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে কৃষক বিক্ষোভ। সেই অবস্থাতেই শুক্রবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হল। আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অতিমারি পরিস্থিতিতে মাঝপথে বাদল অধিবেশন বাতিল হয়ে যাওয়ার পর এই প্রথম সংসদে অধিবেশন শুরু হল। কোভিডের জন্য এ বারে শীতকালীন অধিবেশনও বসেনি। কোভিড পরিস্থিতিতে অধিবেশনের জন্য বিশেষ সতর্কতাও অবলম্বন করা হচ্ছে। উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু এবং অন্য সাংসদরা ইতিমধ্যেই কোভিড টেস্ট করিয়েছেন। কর্মী, আধিকারীক মিলিয়ে রাজ্যসভা সেক্রেটারিয়েট থেকে মোট ১২০০ জন কোভিড টেস্ট করিয়েছেন। তাঁদের মধ্যে এক জনেরও রিপোর্ট পজিটিভ আসেনি।
2021-01-29