ফের অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে। এবার আগুন লাগল মধ্য দিল্লির আইটিও এলাকায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স বিল্ডিংয়ে। শুক্রবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ আইটিও এলাকায় অবস্থিত ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বিল্ডিংয়ে আগুন লাগে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন লাগার পর ইঞ্জিনিয়ার্স বিল্ডিংয়ের টেরেসে আটকে পড়েছিলেন একজন নিরাপত্তা রক্ষী। দমকল কর্মীরা নিরাপদেই ওই নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করেন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, শুক্রবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ আইটিও এলাকায় অবস্থিত ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বিল্ডিংয়ে আগুন লাগে। মিটার বোর্ড থেকে আগুনের সূত্রপাত, দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের প্রচেষ্টায় টেরেস থেকে উদ্ধার করা হয়েছে একজন নিরাপত্তা রক্ষীকে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
2021-01-22