আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করবে দেশ৷ কিন্তু তার জন্মদিনে বাংলায় বিজেপি ও তৃণমূল আলাদা আলাদা কর্মসূচি নিয়েছে৷ এখানেই শেষ নয় ওই দিন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূলও৷
সূত্রের খবর, এবার নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে নতুন গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷ ওই গ্যালারিতে নেতাজির ১২৫টি ছবি থাকবে। এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বাংলার স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের নিয়ে আরও একটি গ্যালারির উদ্বোধন করবেন তিনি৷ এবং ওই দিনই (২৩ জানুয়ারি) ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজি শীর্ষক একটি আলোচনাসভায় পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
এদিকে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, এবার থেকে নেতাজির জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসেবে উদযাপিত হবে৷ অন্যদিকে ভারতীয় রেল ঘোষণা করেছে, ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নতুন নাম‘নেতাজি এক্সপ্রেস’করা হল৷
অন্যদিকে ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে বিশেষ কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলও৷ আগামী ২৩ জানুয়ারি শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে পদযাত্রা করবে তৃণমূল। ময়দানে নেতাজি মূর্তি পাদদেশে শেষ হবে পদযাত্রা। পদযাত্রার পুরোভাগে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
কেন্দ্র নেতাজির জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করলেও, রাজ্য সরকার দিনটি ‘দেশনায়ক দিবস’ হিসাবে পালন করবে মমতা সরকার৷
যদিও দু’দিন আগে কলকাতা ২৪x৭ কে নেতাজি প্রপৌত্র চন্দ্র কুমার বসু জানিয়েছেন, মহাত্মা গান্ধী নেতাজীকে ‘Patriot of Patriots’বলে ঘোষণা করেছিলেন৷ তাই নেতাজীর জন্মদিনকে জাতীয় ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা হলে ভালো৷ যেমন জহরলাল নেহেরুর জন্মদিনে শিশু দিবস, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়,তেমনি নেতাজীর জন্মদিনেও ‘দেশপ্রেম দিবস’হিসেবে পালন করা হউক৷
এর আগেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণার দাবি করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। টুইটে সুজন চক্রবর্তী লিখেছেন, ‘‘শুধু জাতীয় ছুটি নয়। নেতাজির জন্মদিনকে জাতীয় ‘দেশপ্রেম দিবস’ ঘোষণা ও পালন করা জরুরি।’’ এরই পাশাপাশি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ নথি প্রকাশেরও দাবি জানিয়েছেন সুজন।
নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবেও এব্যাপারে হস্তক্ষেপ করতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে নেতাজির অন্তর্ধান রহস্যের তথ্য সামনে আনার দাবিও চিঠিতে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।