ইংল্যান্ড
থেকে আসা ভারতে করোনার
স্ট্রেনে বিগত ২৪ ঘন্টায়
কেউ আক্রান্ত হননি। ফলে
সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে
৯০। রবিবার
এই কথা জানিয়েছেন কেন্দ্রীয়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রক।
উল্লেখ
করা যেতে পারে এতে
করে স্বস্তি পেয়েছেন প্রশাসনের শীর্ষ কর্তারা।
করোনা র এই নতুন
স্ট্রেন এখনো পর্যন্ত ভারতে
গোষ্ঠী সংক্রমণ এর চেহারা নেয়নি। সবমিলিয়ে
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে
৯০। অন্যদিকে
গত বছর ২২ ডিসেম্বর
থেকে ইংল্যান্ডের সঙ্গে যাত্রীবাহী বিমান
সংযোগ বন্ধ করে দিয়েছিল
ভারত। চলতি
বছরের ৮ জানুয়ারি সেই
বিমান পরিষেবা পুনরায় শুরু হয়েছে।
যদিও বিমানবন্দরে আর টি – পি
সি আর এর মাধ্যমে
করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
ব্রিটেন থেকে আসা সকল
যাত্রীদের এই পরীক্ষার মধ্য
দিয়ে যেতে হবে।