ব্রেকিং খবরঃ গতবারের ২৮২ টি আসন পেড়িয়ে গেলো বিজেপি, এইবার ৩০০ পার #ElectionResult2019

সপ্তদশ লোকসভা নির্বাচনে অভাবনীয় ফল করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি ( Bharatiya Janata Party )। গতবার গোটা দেশে মোদী ঝড়ে ২৮২ টি আসন দখল করেছিল বিজেপি। এবার বিজেপি বিরোধী সবাই বলছিল, মোদী ঝড় আর নেই। এমনকি কেউ কেউ বলেছিল বিজেপি এবার ১০০ টি আসনও পাবেনা বিজেপি। কিন্তু সবার ধারণা ভুল করে দিয়ে অভাবনীয় ভাবে গোটা দেশে এগিয়ে চলছে বিজেপি।

এখনো পর্যন্ত গণনা অনুযায়ী বিজেপি গোটা দেশে ২৯৪ টি আসনে এগিয়ে। আরেকদিকে কংগ্রেস জোট মাত্র ১০২ টি আসনে এগিয়ে। এবং অন্যান্যরা ১০৪ টি আসনে এগিয়ে। এমনকি গোটা বাংলাতেও চরম চমক দিচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ১৬ টি এগিয়ে রয়েছে বিজেপি। শাসক দল তৃণমূল এগিয়ে রয়েছে ২৫ টি আসনে। এবং কংগ্রেস ১ টি আসনে।

আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৫০ হাজার ভোটে এগিয়ে আছে। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এসএস আলুওয়ালিয়া ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। ভোপালে বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ৩০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। দিল্লীর সাতটি আসনেই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.