ছাপ্পা ভোট আটকাতে পারলে বাংলায় তৃণমূল মুছে যেত: মুকুল রায় #ELECTIONRESULTS2019

গণনা চলছে৷ চূড়ান্ত রায় ঘোষণা হতে ঢের দেরি৷ তবে ট্রেন্ড বলছে এগিয়ে বিজেপি৷ মোদী ঝড় আছড়ে পড়েছে বাংলাতেও৷ বঙ্গে তৃণমূলের ফল আরও খারাপ হত যদি লোকসভা নির্বাচনের সময় ছাপ্পা ও জাল ভোট ঠেকানো যেত৷ টিভির পর্দায় চোখ রেখে প্রতিক্রিয়া বিজেপি নেতা মুকুল রায়ের৷

আজ বৃহস্পতিবার লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন৷ চলছে গণনা পর্ব৷ প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে বিজেপি৷ রাজনৈতিক মহলে এখন টানটান উত্তেজনা৷ কার দখলে বাংলা? কার দখলেই বা দিল্লির সিংহাসন? সেই দিকে চেয়ে বাংলা তথা ভারতের আমজনতা৷

এর মধ্যে দিল্লির বাড়িতে বসে বিজেপি নেতা মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন৷ তিনি বলেন, ‘‘লোকসভা ভোটের আগে থেকেই বাংলায় মোদীজীর পক্ষে আমরা জনসমর্থন লক্ষ করেছি৷ যদি নূন্যতম ছাপ্পা ভোটটা আটকাতে পারতাম তাহলে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যেত৷ কিছু কিছু জায়গায় ছাপ্পা ভোট, জালিয়াতি হয়েছে৷ তা না হলে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভারতবর্ষের মানুষের যে রায় ছিল পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম হত না৷’’

তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ৪২-এ ৪২ পাবে৷ আজকের এই ফলাফল প্রমাণ করে দিচ্ছে বাংলার মানুষের তৃণমূল সরকারের প্রতি অনীহা ও অনাস্থা৷ বিজেপি ২০১৪ সালে পশ্চিবঙ্গে মাত্র ২টি আসন পেয়েছিল৷ এই বছর ১৫ টা পাক বা ১৬ টা এটাকে ধরতে হবে একটা প্রতিবন্ধকতার মধ্যে থেকে শুধু মোদীজীর দিকে লক্ষ রেখে বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে৷ বিজেপির বিরুদ্ধে মমতা যে কুৎসা করেছে বাংলার মানুষ আজ জবাব দিচ্ছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.