গত কয়েকদিন আগেই বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর তারপরই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর।
গত বুধবারই রাজ্যে আসেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করতে আসার সময় তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়। তাঁর কনভয়ে ভাঙচুরও চালানো হয়।
বাংলার কর্মসূচী সেরে ফিরে যান তিনি। আর রবিবারই করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন জে পি নাড্ডা। তিনি জানান, প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পরই আইসোলেশনে রয়েছেন তিনি। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে, দেশে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩০ হাজার ২৫৪ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৯১ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে স্বাভাবিক ভাবেই মোট আক্রান্ত ও মৃতের সংখ্যায় এসেছে বদল। রবিবার সকালের রিপোর্ট মোতাবেক দেশে এখন অবধি মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯৮ লক্ষ ৫৭ হাজার ২৯ জন। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ১৯ জনের।
দেশে মোট সংক্রমণের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ লক্ষ ৫৭ হাজার ৪৬৪ জন। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৫৬ হাজার ৫৪৬ জন। এরমধ্যে শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৪ জন। অন্যদিকে চিকিৎসকদের আপ্রাণ লড়াইয়ে শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছে ৩৩ হাজার ১৩৬ জন।
অন্যদিকে করোনা আতঙ্কের মধ্যে স্বাভাবিক জীবনের পথে হাঁটছে দেশ। প্রতীক্ষা করোনা ভ্যাকসিনের। খুব দ্রুত তা হাতে আসবে বলেই মনে করা হচ্ছে। তবে কারা কারা পাবেন, সেই ভ্যাকসিন, এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই নয়া দুঃসংবাদ শোনাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।