কালীঘাট মন্দিরে পুজো দিতে যাচ্ছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আর কিছুক্ষণের মধ্যে মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। ইতিমধ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দিরে চত্বরকে।
জানা গিয়েছে, মন্দিরে গর্ভগৃহে যাবেন নাড্ডা। সেখানে মায়ের পুজো এবং আরতি করার কথা আছে তাঁর। মন্দিরে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপির মহিলা ‘ব্রিগেড’।
অন্যদিকে, সামনেই বিধানসভা ভোট। আজ বুধবার থেকে দুদিনের বঙ্গ সফর শুরু করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এই সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। দলীয় কার্যালয়ের উদ্বোধন করার পাশাপাশি, নির্বাচনের আগে রাজ্যের নেতা-কর্মীদের মধ্যে মনোবল বাড়াবেন তিনি।
আজ বুধবার কলকাতায় নেমেই রাজ্যের শাসক দলকে তুমুল আক্রমণ করেন জে পি নাড্ডা। তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় অসহিষ্ণুতার কথা বলেন। তাঁর শাসনে বিরোধী নেতা-কর্মীরা খুন হচ্ছেন।
এর আগে, নাড্ডা হেস্টিংসে পৌঁছতেই তাঁকে ঘিরে কালো পতাকা প্রদর্শন করে একদল বিক্ষোভকারী। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।
এদিন নাড্ডা আরও বলেন, ‘সহিষ্ণুতার কথা বলতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অসহিষ্ণুতার কথা বলেন। মমতার শাসনে বিরোধী দলের কর্মী-সমর্থকরা খুন হচ্ছেন। রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, অন্য রাজনৈতিক দলে পরিবারই দল। বিজেপির কাছে দলই পরিবার। দেশজুড়ে কৃষকদের গর্জে ওঠা নিয়েও মুখ খোলেন তিনি।
বলেন, ‘কৃষি আইন নিয়ে কৃষকদের বিরোধীরা ভুল বোঝাচ্ছেন। কৃষকদের আশীর্বাদ আছে বলেই সম্প্রতি সব নির্বাচনে জয় এসেছে।’ এই প্রেক্ষিতেও পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ শানান তিনি। দাবি করেন, বাংলাতে দুর্দশার শিকার কৃষকরা।
বলেন, এর জবাব ২০২১-এর ভোটে পাবে তৃণমূল। বিজেপি ২০০-র বেশি আসন নিয়ে বাংলা জয় করবে। নাড্ডার হুঁশিয়ারি, ‘মমতা-সরকারকে উৎখাত করবে বিজেপি। করোনা কালে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে মোদি সরকার।’