সাহস ও সমর্পন নিয়ে যদি কেউ এগিয়ে চলে, তাহলে তাঁকে কেউ রুখতে পারবে না। এমনই অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আগ্রা মেট্রো প্রোজেক্টের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ। এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনি যখন সাহস ও সমর্পন নিয়ে এগিয়ে যাবেন, তখন কেউ আপনাকে রুখতে পারবে না।’
প্রধানমন্ত্রী এদিন বলেন, বরাবরই প্রাচীন পরিচয়ের জন্য প্রসিদ্ধ ছিল আগ্রা। এবার যুক্ত হল আধুনিকতার নতুন মাত্রা। আগ্রায় স্মার্ট সুবিধার প্রগতির জন্য এমনিতেই প্রায় ১ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। গত বছর আমার দ্বারা শিল্যানাস হওয়া কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার তৈরী হয়ে গিয়েছে। ২০১৪ সালের পরবর্তী ৬ বছরে ভারতে ৪৫০ কিলোমিটারের বেশি মেট্রো লাইন চালু হয়েছে। একইসঙ্গে প্রায় ১০০০ কিলোমিটার মেট্রো লাইনে দ্রুততার সঙ্গে কাজ চলছে। প্রধানমন্ত্রী জানান, ‘আপনি যখন সাহস ও সমর্পন নিয়ে এগিয়ে যাবেন, তখন কেউ আপনাকে রুখতে পারবে না।’ ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন প্রোজেক্টের অধীনে ১০০ লক্ষ কোটি টাকার বেশি ব্যায়ের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, আগ্রার ভূমি এবং কৃষকদের অপরিসীম সম্ভাবনা রয়েছে। প্রাণিসম্পদের দিক থেকেও এই অঞ্চলটি দেশের মধ্যে শীর্ষস্থানীয়। তাই এখানে দুগ্ধ এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে। শহরের প্রগতির জন্য কেন্দ্রীয় সরকার কী করেছে, তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, শহরের প্রগতির জন্য আমরা চারটি স্তরে কাজ করছি। অতীতের সমস্যার সমাধান হোক, জীবন আরও সুগম হোক, অধিকতর বিনিয়োগ হোক এবং আধুনিক ব্যবহার বাড়ুক। প্রধানমন্ত্রী আরও জানান, এখন শহরের গরিবরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন এবং মধ্যবিত্তরা সস্তায় ওষুধ পাচ্ছেন, সার্জারি সহজলভ্য করা হচ্ছে। সরকারের প্রচেষ্টাতেই বিদ্যুৎ থেকে মোবাইল ফোন পর্যন্ত খরচ অনেকটাই কমেছে।
2020-12-07