এবার জেলায় জেলায় নিজেদের মধ্যে সমন্বয়মূলক বৈঠকে বসতে চলেছে ‘দাদার অনুগামীরা’। বেশ কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে পোস্টার পড়তে শুরু করেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। পোস্টারে লেখা হচ্ছিল আমরা দাদার অনুগামী। বিষয়টিকে প্রথম ততটা গুরুত্ব দেওয়া না হলেও মেদিনীপুরের দাপুটে নেতার মন্ত্রিত্ব ত্যাগে নড়েচড়ে বসেছে শাসকদল। পালটা ‘দিদির সঙ্গে’ পোস্টার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুগামীরা। এদিনও পূর্ব মেদিনীপুর ছাড়াও মালদহের হরিশ্চন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এবং জয়নগর-মজিলপুরের বিভিন্ন এলাকায় নজরে পড়ে একাধিক পোস্টার। সোমবার কয়েকটি জেলায় বৈঠকে বসতে চলেছে’দাদার অনুগামীরা’।
সূত্রের খবর, লাগাতার শুভেন্দু অধিকারীর অনুগামীদের পোস্টার, ব্যানার ও হোডিং লাগানো অনুগামীদের ওপর নেমে আসছে নানা ধরনের আক্রমণ। কোথাও পুলিশ দিয়ে, কোথাও বা প্রভাবশালী নেতাদের নির্দেশে আক্রমণের স্বীকার হচ্ছেন দাদার অনুগামীরা। এমতাবস্থায় জেলায় জেলায় বৈঠকে বসে পরবর্তী রণনীতি ঠিক করতে চাষ শুভেন্দু অনুগামীরা। যতদিন না শুভেন্দু অধিকারী পাকাপাকি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন, ততদিন কীভাবে তৃণমূল তথা পুলিশি জুলুমের মোকাবিলা করা হবে তা নিয়েই নন্দীগ্রাম বিধায়কের অনুগামীরা ঘুঁটি সাজাচ্ছেন। প্রত্যেক জেলায় এই সংক্রান্ত বৈঠকের জন্য একজন করে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী দিন দশেকর মধ্যেই শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলেই সূত্রের খবর। তার আগে দাদার অনুগামীরা পরিস্থিতি মোকাবিলার জন্য সমন্বয়মূলক বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হবেন।