বসিরহাটের হরিমোহন দালাল বালিকা বিদ্যালয় রুম ১-এ ২০৭ নম্বর বুথে এখনও ভোটপর্ব চালু হয়নি। ইভিএম চালু করতে পারছেন না ভোট কর্মীরা। সাড়ে ছটা থেকে লম্বা লাইন। বিরক্ত ভোটাররা।
বারাসlত লোকসভার হাবড়া দক্ষিণ নাংলা বালিকা বিদ্যলয়ে ৮৮ নম্বর বুথে ইভিএম খারাপ থাকার দরুন ভোট বন্ধ আছে। বুথের বাইরে লম্বা লাইন।
সকাল সকাল ভোট দিলেন বারাসত লোকসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার।
ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকের মাথুর গ্রাম পঞ্চায়েতের গবিন্দপুর গ্রাম বুথ ৪৫-এ বিজেপির এজেন্ট ঢুকতে বাধা দেওয়া হয়। দুজন কেন্দ্রীয়বাহিনী থাকা সত্ত্বেও এজেন্ট পঙ্কজ দাস ঢুকতে পারছে না৷ এমনকী সাংবাদিকদেরও ঢুকতে বাঁধা দেওয়া হয়েছে। অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে।
রাজারহাটে বিজেপির ক্যাম্প অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷
আপাতত শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন। বুথে বুথে চলছে ভোটগ্রহণ। বুথের বাইরে ভোট দেওয়ার জন্য ভোটারদের লম্বা লাইন। গত রাতে বোমাবাজির ঘটনার তেমন কোন প্রভাব এখন চোখে পড়েনি। এখনও পর্যন্ত অনেকটাই স্বাভাবিক আজকের ভোটদান পর্ব।
বারাসত লোকসভার অশোকনগর বিধানসভার কচুয়া বাকপাড়া ১৮০ নম্বর বুথে ইভিএম খারাপ থাকার দরুন ভোট বন্ধ আছে।
হাবড়া বিধানসভার ২১১ ও ৯১ নম্বর বুথে ইভিএম খারাপ। মকপোলে ধরা পড়ে। বুথে টেকনিকাল লোকজন যাচ্ছে সাড়াই করার উদ্দেশ্যে। ঠিক না হলে পালটে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বুথ থেকে এজেন্টদের বার করে দেওয়ায় বেলগাছিয়া মোড়ে অবস্থান বিক্ষোভে বসলেন বাম প্রার্থী কণীনিকা ঘোষ৷ অভিযোগ, তৃণমূল বাম এজেন্টদের বুথগুলি থেকে বার করে দিচ্ছে৷ ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী৷
ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী খুয়াদ হালিম ভোট দিলেন৷ তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার অভিযোগ পাচ্ছেন৷
সল্টলেকের বিসি ব্লকে সকাল সকাল ভোট দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷
কলকাতা উত্তরকেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা ভোট দিলেন৷ তাঁর অভিযোগ, বহু জায়গা থেকে ভোটারদের ভোট না দেওয়ার অভিযোগ পাচ্ছেন৷ ভয় দেখানো হয়েছে বিজেপি কর্মীদের৷ এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না৷
অনেক বুথে চলছে মক পোল৷ তা শেষ হলেই শুরু হবে ভোট৷ বুথকেন্দ্রগুলিতে আসা শুরু করেছেন ভোটাররা৷
সপ্তম দফার ভোট গ্রহণ শুরু হতেই আসতে শুরু করেছে হিংসার ঘটনা৷ বেলগাছিয়ায় এক সিপিএম এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ৷