প্রয়াত হলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল। বৃহস্পতিবার আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। গত সেপ্টেম্বর মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯২ বছর বয়সী কেশুভাই প্যাটেল। বৃহস্পতিবার ১১.৫৫ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। তবে, করোনাভাইরাসের জন্য তাঁর মৃত্যু হয়নি। আহমেদাবাদের স্টার্লিং হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসক অক্ষয় কিলেদার জানিয়েছেন, ‘হৃদরোগে আক্রান্ত হওয়ার পর, সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ১১.৫৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। করোনার জন্য তাঁর মৃত্যু হয়নি।
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, কেশুভাইয়ের প্রয়াণে আমি ভীষণ দুঃখিত। তিনি আমার বাবার মতো ছিলেন। তাঁর শুন্যতা অপূরণীয়।’ উল্লেখ্য, গুজরাটের ৬-বারের বিধায়ক ছিলেন কেশুভাই প্যাটেল। ১৯৯৫ এবং ১৯৯৮-২০০১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল কেশুভাই প্যাটেলের। ২০০১ সালে কেশুভাই প্যাটেলের পর গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী।
2020-10-29