আজ তৃতীয়া, ইতিমধ্যেই ঠাকুর দেখার ভিড় শুরু হয়ে গিয়েছে মণ্ডপে মণ্ডপে। ফলে পুজোর ভিড় সামাল দিতে পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আজ অর্থাৎ সোমবার থেকেই শেষ ট্রেন রাত সাড়ে আটটার পরিবর্তে দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে রাত ৯টায় ছাড়বে। আর নোয়াপাড়া থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৫৫ মিনিটে। চালু হবে সকাল ৮টা থেকেই। তবে এবার থেকে ব্যস্ত সময়ে মেট্রো চলবে প্রতি ৮ মিনিট অন্তর। সোমবার থেকে রবিবার ছাড়া প্রত্যেকদিন ১৪৬টির জায়গায় ১৫২টি ট্রেন চলবে। মেট্রো সূত্রে জানানো হয়েছে, এবার করোনা আবহে সারারাত মেট্রো পরিষেবা মিলবে না।
তবে নতুন সূচি অনুযায়ী ২২ অক্টোবর ষষ্ঠীর দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো চলবে। আর ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। এই কয়েকদিন মেট্রো পাওয়া যাবে আট মিনিট অন্তর। ২৬ অক্টোবর অর্থাৎ দশমীর দিন সকাল ১০টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে মেট্রো। পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, করোনাবিধি না মানলে যাত্রীদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। মোটা অঙ্কের জরিমানা বা জেলও হতে পারে বলে জানিয়ে রেখেছেন মেট্রো কর্তারা।