করোনা কাঁটায় নাজেহাল শহর। যত সময় বাড়ছে ততোই আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা। এরই মাঝে গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,১৫৫ জন । সোমবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিনের মাধ্যমে আরও জানা যাচ্ছে ,গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩,১৫৫ জন। ফলে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৫০,৫৮০ জন। একদিনে করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ২,৯২৩। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,১৯,৮৪৪ জন। সংক্রমিতের নিরিখে এখনও পর্যন্ত ৮৭.৭৩ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছেন। নতুন করে মৃত্যু হয়েছে ৫৬ জনের। রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪,৮৩৭। এই মুহূর্তে বাংলায় কোভিড-১৯ সক্রিয় রয়েছে ২৫,৮৯৯ জনের শরীরে। রাজ্যে মোট ৩১,৩৯,৯৩৪ টি করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪১,২৮১ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে করোনার।
2020-09-29