কাশ্মীরের জঙ্গিদের অস্ত্র দিয়ে সাহায্য করছে বেজিং। এমনটাই অভিযোগ করল ভারত। শনিবার রাতে বারামুল্লা থেকে বিপুল পরিমাণ চিনা অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা। এরপর থেকেই কাশ্মীরের (Kashmir) সন্ত্রাসে চিনা যোগ নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে। শনিবার রাতে বারামুল্লার ডাঙ্গেরপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা (Indian Army)। সেখান থেকে এক জঙ্গি ও দুই সহযোগীকে গ্রেপ্তার করে তাঁরা। তাদের কাছ থেকেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সাধারণত কাশ্মীর এলাকা থেকে উদ্ধার হওয়া অস্ত্র পাকিস্তানে তৈরি হয়। তাতে ইসলামাবাদের ছাপ থাকে। কিন্তু এবার উদ্ধার হওয়া অস্ত্রের বেশিরভাগটাই চিন থেকে আসা বলে সেনাবাহিনী সূত্রে খবর। সেনার তরফে জানানো হয়েছে, বারামুল্লা থেকে ম্যাগাজিন-সহ একটি চিনা পিস্তল, ৯ এমএম পিস্তল ও ১২ রাউন্ড কার্তুজ, একটি চিনা গ্রেনেড উদ্ধার হয়েছে।
লাদাখ সীমান্তে ভারত-চিন সম্পর্কের উত্তেজনার মাঝেই এ বিষয়টি সামনে আসায় নড়েচড়ে বসেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলি। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার অভিযোগ আগেই ছিল চিনের বিরুদ্ধে। কিন্তু তাদের বিরুদ্ধে এবার সরাসরি কাশ্মীরি জঙ্গিদের সাহায্য করার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। কাশ্মীর থেকে চিনা অস্ত্র উদ্ধারের বিষয়টা হালকাভাবে নিচ্ছে না সেনা। কারণ, পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সমস্তরকম সাহায্য করছে বেজিং। এমনকী, ভারতের প্রতিবেশীদেরও নয়াদিল্লির বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে শিং জিনপিংয়ের সরকারের (Xi Zingping Govt.) বিরুদ্ধে।