কখনও কমছে কখনও আবার বাড়ছে, শুক্রবার সারাদিনে অনেকটাই নিম্নমুখী দৈনিক কোভিড-১৯ স্যাম্পেল পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,৯১,২৫১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৫.৫১ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৫,৫১,৮৯,২২৬টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) ভারতে ১০,৯১,২৫১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৫,৫১,৮৯,২২৬টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ভারতে দৈনিক করোনা-পরীক্ষা যত বাড়ছে, ততই দ্রুত ধরা পড়ছে সংক্রমণ।
2020-09-12