শ্রীলংকার উপকূল থেকে ৩৭ কিলোমিটার দূরে পানামার পণ্যবাহী জাহাজ এমটি নিউ ডায়মন্ড এর আগুন নেভাতে সক্ষম হল ভারতীয় নৌ সেনা এবং উপকূলবর্তী বাহিনী। জাহাজের ২২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।জাহাজের মধ্যে ঘটা বিস্ফোরণের জেরে এক জন নাবিক গুরুতর আহত হয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে ওই নাবিকের মৃত্যু ঘটেছে।কুয়েত থেকে ২৭০০০০ টন অপরিশোধিত তেল নিয়ে ভারতের পারাদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল জাহাজটি। ৩ সেপ্টেম্বর শ্রীলংকার উপকূল থেকে ৩৭ কিলোমিটার দূরে অবস্থানের সময় জাহাজের ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে।
আগুন নেভানোর জন্য ছুটে আসে শ্রীলংকার নৌ বাহিনী এবং বায়ুসেনা ।আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত। ভারতীয় নৌ বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী আগুন নেভানোর কাজে লেগে পড়ে। অবশেষে তারা আগুন নেভাতে সাফল্য অর্জন করে।জাহাজের ২২ জন নাবিক এরমধ্যে চারজন গ্রিক এবং ১৮ জন ফিলিপিন্সের। তেল সমুদ্রের জলে যাতে না মিশে যেতে পারে তারও ব্যবস্থা করে ভারত।