প্রায় সপ্তাহ খানেক পর ফের একবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার পেরোলো। শনিবার একদিনে আক্রান্ত হয়েছেন ৩০৪২ জন। গত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২৮৪জন। এদিন সুস্থতার হার তাই বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৮৬শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন।এই পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩৫১০জনের।অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৩,৩৯০ জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ৭৭হাজার ৭০১জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ১লাখ ৫০হাজার ৮০১জন। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। পাশাপাশি ওই ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৭৭জন। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১৮ জনের। তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। এই জেলায় এক দিনে আক্রান্তের সংখ্যা ৫৫৯। যেখানে সুস্থ হয়েছেন ৪৭৩ জন।এদিনের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই। যদিও এদিন নমুনা পরীক্ষাও হয়েছে সর্বাধিক। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫হাজার ৭৮১টি। পরীক্ষিত নমুনার ৮.৪১শতাংশ মানুষের দেহে সংক্রমনের হদিস মিলেছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১লাখ ১২হাজার ১৮৫টি। এখন রাজ্যে ৭১টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
2020-09-06