বিধায়ক থেকে সাংবাদিক : অধিবেশন শুরুর আগে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করলেন স্পিকার

আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর বিধানসভা খোলার আগে ৮ তারিখে বিধানসভা জীবাণুমুক্ত করার পাশাপাশি বিধায়ক, সাংবাদিক, নিরাপত্তারক্ষী সহ সকল কর্মীদের কোভিড-১৯ (Covid-19) পরীক্ষা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Legislative Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, সমস্ত রকম বিধিনিষেধ মেনে বিধানসভা খোলা হবে। তার আগে বিধানসভার সমস্ত সদস্য নিরাপত্তারক্ষী, গাড়ির চালক এবং যারা বিধানসভার সঙ্গে জড়িত রয়েছেন সবার করোনা টেস্ট করা হবে। যারা নেগেটিভ হবেন শুধুমাত্র তাদের বিধানসভায় আসার অনুমতি থাকবে। যাদের রিপোর্ট পজেটিভ হবে সেখানে উপস্থিত থাকবেন স্বাস্থ্যকর্তারা তারা বিষয়টি দেখে নেবেন বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি তিনি জানিয়েছেন, বিধানসভার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বিধায়কদের বসতে হবে। যারা বয়স্ক বিধায়ক তারা নিচের আসনে বসবেন এবং যারা কম বয়সের সদস্য রয়েছেন তারা বসবেন ওপরের ভিজিটারস গ্যালিরিতে । এবার বিধানসভার মধ্যে সমস্ত সাংবাদিক বন্ধুরা প্রবেশ করতে পারবেন না বলেও উল্লেখ করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। হাতেগোনা কয়েকটি সংবাদপত্র বা মিডিয়া হাউস ভেতরে প্রবেশ করতে পারবে । কারণ জায়গা ছোট হওয়ায় ভিড় বেশি বারানো যাবে না। তাই নির্দিষ্ট সংখ্যক মিডিয়া হাউজ বিধানসভায় প্রবেশ করতে পারবে বলে এদিন তিনি জানিয়েছেন । এমনকি বিধানসভার মধ্যে গাড়ি শুধুমাত্র প্রবেশ করবে, আবার বেরিয়ে যাবে । গাড়ি দাঁড়াতে পারবে না বলে জানিয়ে দিয়েছে বিমানবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.