মনে করা হয়েছিল ১ লা সেপ্টেম্বর থেকে হয়তো চালু হতে পারে লোকাল। কিন্তু চতুর্থ দফার আনলকেও লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি কেন্দ্র। স্পেশাল ট্রেনই চলবে বলে জানানো হয়। প্রয়োজনে স্পেশাল ট্রেন আরও বাড়ানোর কথা বলা হয়। সেই মতো বাড়তে চলেছে স্পেশাল ট্রেন। বাংলা থেকেও বেশ কয়েকটি স্পেশাল ট্রেন ছাড়বে বলে জানা যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের কিছুটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যে দেশজুড়ে একাধিক স্পেশাল ট্রেন চলে। প্রায় ২০০টিরও বেশি চলে স্পেশাল ট্রেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, নতুন করে আরও ১২০ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল। প্রস্তাবে রয়েছে হাওড়া-তিরুচিরাপল্লী ও হাওড়া-ইন্দোর ট্রেন।
এছাড়াও আরও বেশ কয়েকটি স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়া হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে কথা বলছে রেল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সবুজ সংকেত পেলে প্রথমে ১০০টি ট্রেন চালানো হবে। পরে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। ট্রেনগুলি চলবে বিভিন্ন রাজ্য ও রাজ্যের ভেতরে।
অন্যদিকে, গত কয়েকদিন আগে স্বাস্থ্যবিধি মেনে রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা চালুর আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি দেন রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
সূত্রের খবর, রেল বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন যেন গোটা বিষয়টি রাজ্যের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এখনও রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে চতুর্থ পর্যায়ের আনলকে মেট্রো চলাচলের উপর সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র। সেই মতো কলকাতা মেট্রো শুরু হতে চলেছে। আগামী ৮ তারিখ কলকাতায় ছুটবে মেট্রো।
সমস্ত শর্ত এবং স্বাস্থ্য বিধি মেনে কলকাতা মেট্রো চলবে।