পশ্চিমবঙ্গে শুক্রবার ফের একবার আক্রান্তের থেকে বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যা সাময়িক স্বস্তি দিচ্ছে রাজ্যবাসী তথা প্রশাসনকে। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৮২ জন। এদিকে গত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২৮৬জন। এদিন সুস্থতার হার তাই বেড়ে দাঁড়িয়েছে ৮০.৮৬ শতাংশ। এদিন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬,৩৪৯জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ৫৩হাজার ৭৫৪জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ১লাখ ২৪হাজার ৩৩২জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩০৭৩জনের। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা ফের একবার আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি। যা স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তা প্রশমন করেছে প্রশাসনের। এদিন ৪২৭টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৩৮,৮১৫।
গত ২৪ ঘণ্টায় ৫৯৩জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৩২,৪৩২জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১১জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১২৪৯জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৫১৩৪জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৫৫৪ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় মৃত্যু হয়েছে ১৪ জনের। ফলে উত্তর ২৪ পরগনার সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।
এদিন গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ১২১টি। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭লাখ ৫৮হাজার ৭২৮টি। এখন রাজ্যে ৭০টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।