দেশজুড়ে মহরমের দিন মিছিলের অনুমতি চেয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে এও জানানো হয়েছে যে, মহরমের মিছিলের বিষয় পুরীর রথযাত্রার বিষয়ের থেকে সম্পুর্ন আলাদা।
গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না এবং আর সুব্রামানিয়ান এই রায় দেন। রায় দিতে গিয়ে তাঁরা বলেন, করোনা সংক্রমণের জন্য যখন জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে, সেইসময় যদি মহরমের মিছিলর অনুমতি দেওয়া হয়, তবে সারা দেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
জনস্বার্থ মামলাকারীর তরফে পুরীর রথযাত্রা এবং মুম্বইয়ের জৈন মন্দিরের বিষয়টি তুলে ধরা হয়। তাঁর উত্তরে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। কারণ পুরীর রথযাত্রা একটি নির্দিষ্ট স্থান থেকে আর একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত সীমাবদ্ধ ছিল। পাশাপাশি রথযাত্রার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। কিন্তু মহরমের তাজিয়া নিয়ে মিছিল সারা দেশজুড়ে বের হবে। সে ক্ষেত্রে সারা দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাছাড়া, শুধুমাত্র একটি সম্প্রদায় সংক্রমণ হওয়ার ঝুঁকির মুখে পড়বে, যা কোনোভাবেই হতে দেওয়া যায় না। এই কারণেই দেশজুড়ে মহরমের মিছিলের অনুমতি দিলো না সুপ্রিম কোর্ট।