ড. কল্যাণ চক্রবর্তীর প্রতিবেদন
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ (২৬ শে আগষ্ট, ২০২০) উদ্বোধন হল ICAR-IIHR (ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ – ভারতীয় বাগিচা ফসল অনুসন্ধান প্রতিষ্ঠান) -এর সঙ্গে SBI YONO Krishi (ভারতীয় স্টেট ব্যাঙ্ক — ইয়োনো কৃষি) বীজ পোর্টালের একীকরণ এবং শুভসূচনা। এর ফলে প্রামাণিক ও শংসিত বীজ দেশ জুড়ে কৃষকের কাছে পৌঁছানো সহজতর হবে; কৃষি ফসলের উৎপাদন বাড়বে, কৃষক লাভবান হবে। এখনও পর্যন্ত চার হাজার কৃষকের আবেদন জোড়া হয়েছে, ক্রমে তা বাড়ানো হবে।
ডিজিটাল আবশ্যিকতা স্বীকার করে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তুত উদ্যোগের শুভসূচনা করেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং টোমার। কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রায় তিন’শ কৃষি বিজ্ঞানী ও উচ্চ পদস্থ ব্যাঙ্ক আধিকারিকবৃন্দ। মন্ত্রী মহোদয় বলেন, কৃষি দেশের অবশ্যিক মহত্ত্বপূর্ণ কাজ, দেশের জিডিপি যোগদান ও বৃদ্ধির এক অনন্য উপায়। ভারত সরকার চাইছে কৃষি থেকে জিডিপির যোগদান বাড়ুক, কৃষকের আয় দ্বিগুণ হোক। আয় বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারের নানান যোজনা আছে, রয়েছে বিজ্ঞানীদের প্রভূত প্রচেষ্টা, আজ সকলের কাছে তা প্রতিভাত হচ্ছে। বাগিচা ফসল এমনই শস্য যা থেকে বেশি মূল্য পাবার সম্ভাবনা। ডিজিটাল কৃষির ফায়দা গ্রামে পৌঁছাতে হবে, টেকনোলজির গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে সরকার মনোযোগী। তিনি এই প্রচেষ্টায় স্টেটব্যাঙ্ক ও ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের সুখ্যাতি করেন। উদ্বোধন কার্যের সাক্ষী হতে পেরে শ্রী টোমার নিজের আনন্দ প্রকাশ করেন, শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অনুসন্ধান পরিষদের ডাইরেক্টর জেনারেল শ্রী ত্রিলোচন মহাপাত্র, ডেপুটি ডাইরেক্টর জেনারেল ড. আনন্দ কুমার সিং, স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান শ্রী রজনীশ কুমার প্রমুখ। ডিজিটালে নতুন ব্যবস্থার প্রয়োগ-পদ্ধতি পরিবেশন করেন বাগিচা ফসল গবেষণা প্রতিষ্ঠানের ড. এম. আর. দীনেশ। তিনি বলেন, সব্জি-ফুল-ফলসহ প্রায় ৬০ টি উদ্যান ফসলের উন্নত বীজের চাহিদায় যোগান সরাসরি পৌঁছে যাবে কৃষকের কাছে। প্রশ্নোত্তর পর্বে নানান বিষয়ে পরিস্কার করে দেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান শ্রী রজনীশ কুমার। তিনি বলেন স্টেট ব্যাঙ্কে এজন্য কৃষকের একাউন্ট থাকতে হবে। স্মার্ট ফোন জরুরী, অনেক কৃষকের বাড়িতে তা আছে, না থাকলেও স্টেট ব্যাঙ্কের স্থানীয় শাখায় পোর্টালের বিষয়ে জানকারী ও সহযোগিতা পাওয়া যাবে। এটি একটি সহজ সরল প্রক্রিয়া, আলাদাভাবে ব্যাঙ্কে এরজন্য কোনো শুল্ক দিতে হবে না। বীজের দাম মোতাবেক চাহিদা মতো টাকা দিলেই কৃষকের কাছে বীজ পৌঁছে যাবে। আইসিএআর জানাচ্ছে তাদের বীজ পোর্টাল শুরুর দুই মাসের মধ্যে ব্যাপক চাহিদা দেখা গেছে, পার্টনার হিসাবে ব্যাঙ্ক জুড়ে গিয়ে এর ব্যাপকতা আরও বাড়বে। খুব সহজ এই যৌথ পোর্টাল ব্যবহার। প্রথমে অ্যাপে লগ-ইন করতে হবে, তারপর যেতে হবে YONO Krishi -তে, ক্লিক করতে হবে মাণ্ডিতে, তারপর ICAR-IIHR Online Seed Portal -এ, এরপর সেখানেই Shop অপশন পাওয়া যাবে৷
নতুন এই ব্যবস্থায় উচ্চ মানের উন্নত বীজ বাড়ি বসেই পাবেন কৃষকেরা, পদ্ধতিটি সহজবোধ্য, অঞ্চল বিশেষে কী জাতের বীজ ব্যবহার — তার সুপারিশ পাওয়ার সুযোগ রয়েছে, বীজের গুণগত মানের ব্যাপারে ICAR এবং IIHR দায়বদ্ধতা একে কৃষকবান্ধব করে তুলবে — এই আশায় বুক বেঁধেছে কৃষক ও কৃষিবিশেষজ্ঞরা।