চিন এবং পাকিস্তানকে যোগ্য জবাব দিতে ক্রমেই ভারত এবং ভিয়েতনামের মধ্যে বন্ধুত্ব আরো সুদৃঢ় হয়ে উঠেছে। দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আগ্রাসন রোধ করার জন্য ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে ভিয়েতনাম ভারতের সবথেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্রহ্মস কিনতে চায়।উল্লেখ করা যেতে পারে এই ক্ষেপণাস্ত্রটিকে ভারত এবং রাশিয়া যৌথভাবে তৈরি করেছিল। ফলে রাশিয়ার অনুমতি ছাড়া অন্য কোন দেশকে এই ক্ষেপণাস্ত্র বিক্রি করতে পারবে না ভারত।যদিও ভিয়েতনামের বিষয় রাশিয়া নিজের সম্মতি জানিয়েছে।ফলে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাওয়ার ক্ষেত্রে ভিয়েতনামের আর কোন বাধা রইল না। ভিয়েতনামের হাতে এই ক্ষেপণাস্ত্র চলে এলে দক্ষিণ চিন সাগরে সমঝে চলতে হবে বেজিংকে। উন্নত শ্রেণীর ক্ষেপণাস্ত্র ব্রহ্মস ক্রজ শ্রেণীর মধ্যে পড়ে। এই ক্ষেপণাস্ত্র তৈরির প্রজেক্টে রাশিয়ার অংশীদারী ৫০ শতাংশ।
উল্লেখ করা যেতে পারে এই ক্ষেপণাস্ত্র কেনার দৌড়ে ভিয়েতনাম ছাড়াও রয়েছে ফিলিপিনস, মিশর, ওমানের মত দেশগুলি। ব্রহ্মস ছাড়াও ভারতে তৈরি আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিনতে চায় ভিয়েতনাম। চিনের বিরুদ্ধে নিজের সামরিক শক্তি আরও জোরদার করতে চায় সে। দুই দেশের মধ্যে এই সামরিক চুক্তি চূড়ান্ত আকার ধারণ করে তবে চিন্তার ভাঁজ বাড়বে চিনের কপালে।